হোম > খেলা > ফুটবল

মেসিদের দলকে হারিয়ে হতবাক লাঁস কোচ 

ক্রীড়া ডেস্ক

চলতি মৌসুমে লিগ ওয়ানে অজেয় দল হয়ে উঠেছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। অবশেষে গতকাল পিএসজির অপরাজেয় থাকার দৌড় থামিয়েছে লাঁস। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে প্যারিসিয়ানদের উড়িয়ে দিয়েছে লাঁস। তাতে লাঁস কোচ ফ্র্যাংক হেইস বেশ হতবাক হয়েছেন। 

প্রথম ১৬ ম্যাচ অপরাজিত থেকে পিএসজি গতকাল খেলতে নেমেছিল লাঁসের বিপক্ষে। সেই ম্যাচে পিএসজির আধিপত্য বেশি ছিল। প্যারিসিয়ানরা বল দখলে রেখেছিল ৬০ শতাংশ। লক্ষ্য বরাবর পিএসজির শট ছিল ৬টি আর লাঁসের ছিল ৪টি। তবু পিএসজির বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকেরা। যেখানে লাঁজের পক্ষে গোল করেন রিমিস্ল ফ্রাংকোস্কি, লুইস ওপেন্দা ও অ্যালেক্সিস ক্লদি মরিস আর পিএসজির একমাত্র গোলটি করেন হুগো একিতিকে। দলের বড় ব্যবধানে জয় যেন বিশ্বাসই করতে পারছেন না লাঁজ কোচ হেইস। হেইস বলেন, ‘কী হলো এখানে? আমরা তাদের উড়িয়ে দিয়েছি।’ 

চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচ খেলেছে লাঁস। ১২ জয়, ৪ ড্র ও ১ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাঁস। শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৩। প্যারিসিয়ানরাও খেলেছে ১৭ ম্যাচ এবং গতকাল লিওনেল মেসি, নেইমারের মতো তারকা ফুটবলারদের ছাড়া খেলতে নেমেছিল।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন