হোম > খেলা > ফুটবল

মেসি নন আমার বাবাই সেরা, বললেন ম্যারাডোনার ছেলে

ক্রীড়া ডেস্ক

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কে-এই প্রশ্নের মীমাংসা হয়তো কখনোই হবে না। কারও কাছে পেলে, কেউ আবার এগিয়ে রাখবেন ম্যারাডোনাকে। হালের ফুটবলপ্রেমীরা এই লড়াইয়ে নিয়ে আসবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নামও। তবে ম্যারাডোনার ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়রের কাছে তাঁর বাবাই সবার সেরা। মেসি নিজের সময়ের সেরা হলেও, ম্যারাডোনার সমকক্ষ নন বলে মন্তব্য করেছেন ম্যারাডোনার ছেলে। 

আর্জেন্টিনাকে একক কৃতিত্বে বিশ্বকাপ জিতিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা। ক্লাব ফুটবলে মেসির রয়েছে অসামান্য সব অর্জন। জাতীয় দলের হয়ে লম্বা সময়ের শিরোপা খরা গুছিয়েছেন গত বছর কোপা আমেরিকা জিতে। তবে এরপরও মেসিকে সেরা মনে করেন না ম্যারাডোনা জুনিয়র। এক সাক্ষাৎকারে রেডিও দেল প্লাতাকে তিনি বলেন, ‘মেসির প্রতি আমার দারুণ সমর্থন আছে। আমার মনে হয় সে তার সময়ের সেরা, সর্বকালের সেরা নন। আমার মনে হয় না, আমার বাবার সমকক্ষ কেউ আছেন।’ 

নিজের বাবা ম্যারাডোনাকে সবার ওপরে রাখলেও, মেসিকে ছোট করে দেখতে চান না জুনিয়র ম্যারাডোনা। মেসির কোপা আমেরিকা জয়েও আনন্দিত তিনি, ‘সে যখন জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জেতে, তখন আমি বেশ আনন্দিত হয়েছিলাম। এই শিরোপা দিয়ে সে অনেকে মুখ বন্ধ করে দিয়েছিল।’ 

মেসিকে বর্তমান সময়ের আর নিজের বাবাকে সর্বকালের সেরা ঘোষণা দিয়ে ম্যারাডোনা জুনিয়র বাবার সঙ্গের তাঁর অম্ল-মধুর সম্পর্ক নিয়েও কথা বলেন।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন