হোম > খেলা > ফুটবল

ফেডারেশন কাপে এক টিকিটের দুই দাবিদার

আজকের পত্রিকা ডেস্ক­

কেবল গোলই খেয়েই যাচ্ছে চট্টগ্রাম আবাহনী। ছবি: বাফুফে

টানা দুই জয়ে আগেই ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছিল আবাহনী ও রহমতগঞ্জ। আজ ভিন্ন ম্যাচে দুই দলই আবার জয় পেয়েছে। তাতে জমে উঠেছে গ্রুপসেরা হওয়ার দৌড়। ৪ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। যে ম্যাচের পরই গ্রুপসেরা টিকিট হাতে পাবে একদল।

এবার নতুন ফরম্যাটে হচ্ছে ফেডারেশন কাপ। যেখানে গ্রুপসেরা হতে পারলে ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে তারা। অর্থাৎ একবার হেরে গেলেও ফাইনালে যাওয়ার জন্য আরেকটা সুযোগ থাকবে তাদের। আর সেটা কাজে লাগাতে মরিয়া আবাহনী ও রহমতগঞ্জ।

এ দিন কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে। আবাহনীর হয়ে একটি করে গোল করেন ইয়াসিন খান, মুরাদ হাসান ও মাহদি ইউসুফ। আর ময়মনসিংহে রহমতগঞ্জ একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করেছে। যে ম্যাচে গোল পান রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটেং, মোহাম্মদ তোহা এবং মোস্তাফা কাহরাবা।

এই প্রতিযোগিতায় তিন ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে। গোলে এগিয়ে থাকায় আপাতত গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ। তবে নিজেদের শেষ ম্যাচের জয় পরাজয়ের ওপর নির্ভর করছে গ্রুপসেরা হয়ে কোন দল যায় পরের রাউন্ড। যদিও আবাহনীর জন্য কাজটা সহজ নয়। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচ জিততেই হবে আবাহনীকে। অন্যদিকে কোনোমতে ড্র করতে পারলেই গ্রুপসেরা হয়ে যাবে পুরান ঢাকার ক্লাবটি।

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়