ক্রীড়া ডেস্ক
স্পোর্টিং লিসবন থেকেই শ্রেষ্ঠত্বের পথে যাত্রা শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের খেলে অনন্য উচ্চতায় ওঠেন ‘সিআর সেভেন।’ তবে বৃত্তপূরণ করে ফের রোনালদোর স্পোর্টিং লিসবনে ফেরার গুঞ্জন সামনে এসেছে।
গত কদিন ধরেই ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন রোনালদো। গত মৌসুমে আলোচিত দলবদলে জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে আসেন এই পর্তুগিজ মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করলেও দলকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি তিনি। লিগ টেবিলে ৬ নম্বরে থেকে শেষ করে ‘রেড ডেভিল’রা। এখন এরিক টেন হাগের অধীনে নিজের দায়িত্ব সম্পর্কে অনিশ্চয়তা ও ম্যানইউর দলবদলের কৌশল পছন্দ না হওয়ায় রোনালদো নাকি ক্লাব ছাড়ার কথা ভাবছেন।
শুরুতে রোনালদোর সম্ভাব্য গন্তব্য হিসেবে বায়ার্ন মিউনিখ ও এএস রোমার নাম শোনা যাচ্ছিল। এর মধ্যে নতুন খবর হচ্ছে রোনালদো শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনেও ফিরতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান বলছে, লিসবন কর্তৃপক্ষের বিশ্বাস রোনালদোকে ফেরার ব্যাপারে রাজি করাতে পারবে তারা।
এর আগে গত বছরও রোনালদোর লিসবনে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল। এ ইস্যুতে কথা বলেছিলেন রোনালদোর মা মারিয়া ডোলোরেসও। তিনি বলেছিলেন, ‘তাকে (রোনালদো) ফিরে আসতে হবে। আমি ইতিমধ্যে তাকে বলেছি। দেখা যাক।’
রোনালদোর লিসবনে ফিরে আসার অপেক্ষায় আছেন ক্লাব প্রেসিডেন্ট ব্রুনো দি কারভালহো। তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, রোনালদো ক্লাবে ফিরে তার ক্যারিয়ার এখানে শেষ করলে আমরা আনন্দিত হব।’