হোম > খেলা > ফুটবল

অনেক রেকর্ডের সাক্ষী মাদ্রিদ ডার্বি

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ ফুটবলে ‘এল ক্ল্যাসিকোর’ পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হচ্ছে ‘মাদ্রিদ ডার্বি’। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে গতকাল ২৩২ তম বারের মতো মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

বার্নাব্যুয়ে কোনো দল শেষ হাসি হাসতে না পারলেও হাসি ছিল দুই ক্লাবের কোচসহ ফুটবলারদের মুখে। কেননা মাদ্রিদ ডার্বিতে গতকাল বেশ কিছু রেকর্ড হয়েছে। 

ডিয়েগো সিমিওনের দুই রেকর্ড
মাদ্রিদ ডার্বিতে কোচ হিসেবে গতকাল দুইটি রেকর্ড গড়েছেন ডিয়েগো সিমিওনে। কাল আতলেতিকোর ডাগআউটে দাঁড়িয়ে লুই আরেগোঁর মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে যৌথভাবে ৬১২ ম্যাচ নিয়ে শীর্ষে দুই কোচ। ম্যাচ সমান হলেও জয়ের পরিসংখ্যানে ৭৫ বছর বয়সী প্রয়াত কোচের চেয়ে এগিয়ে সিমিওনে। ক্যারিয়ারে ৩৫৮ জয়ের বিপরীতে ১১১ ম্যাচ হেরেছেন আর্জেন্টাইন কোচ। বাকি ১৪২ ম্যাচ ড্র। অন্যদিকে স্প্যানিশ কোচের ৩০৮ জয়ের বিপরীতে হার ১৬৯ ম্যাচ। বাকি ১৩৫ ম্যাচ ড্র। 

আরাগোঁকে ছাড়িয়ে যেতে সিমিওনের অপেক্ষা করতে হলেও অন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। লা লিগার ইতিহাসে প্রথম কোচ হিসেবে একই ক্লাবের হয়ে সর্বোচ্চ ডাগআউটে দাঁড়ানোর রেকর্ড গড়েছেন তিনি। ৪২৫ ম্যাচের রেকর্ডটি যে আরও অনেক দূরে যাবে তা নিশ্চিতভাবেই বলা যায়। আর্জেন্টাইন কোচ এই কীর্তি গড়তে মিগুয়েল মুনোজের রেকর্ড ভেঙেছেন। ৪২৪ ম্যাচ নিয়ে এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন রিয়ালের সাবেক কোচ। 

দুই উরুগুইয়ানের কীর্তি
লা লিগার ইতিহাসে এ শতকে প্রথমবারের মতো দুই উরুগুইয়ান ফুটবলারের গোল দেখল মাদ্রিদ ডার্বি। প্রথমে হোসে মারিয়া হিমিনেজ আতলেতিকোর হয়ে গোল করেন। পরে সমতাসূচক গোলটি করেন রিয়ালের আলভারো রদ্রিগেজ। আর মিল আছে দুই উরুগুইয়ানের। দুজনই কর্নার কিক থেকে হেডে গোল করেছেন। 

আলভারো রদ্রিগেজের আরেক কীর্তি
স্বদেশি হিমিনেজের সঙ্গে মাদ্রিদ ডার্বিতে রেকর্ডের রাতে অনন্য এক কীর্তিও গড়েছেন আলভারো। এ শতকের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ডার্বিতে গোল করেছেন তিনি। রেকর্ডের দিন তাঁর বয়স ছিল ১৮ বছর ২২৬ দিন। ১৯ বছর ৭৬ দিনে গোল করে আগের কীর্তিটি ছিল রিয়ালের সাবেক ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনের। ২০০৭ সালে গোল করেছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা। 

নাচোর ২০০
গতকালের মাদ্রিদ ডার্বি নাচো ফার্নান্দেজের জন্য বিশেষ কিছু ছিল। রিয়ালের হয়ে লা লিগায় ২০০ ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি। তবে মুহূর্তটিকে আরও স্মরণীয় করে রাখতে পারেননি স্প্যানিশ এই ডিফেন্ডার। 

আতলেতিকোর লজ্জার রেকর্ড
আতলেতিকো মাদ্রিদের হয়ে কোচ ও ফুটবলাররা কীর্তি গড়লেও লজ্জার এক রেকর্ড গড়েছে ক্লাবটি। এ শতকে লা লিগায় প্রথমবারের মতো টানা দুই ডার্বিতে লাল কার্ড দেখেছে দলটির দুই খেলোয়াড়। গতকাল লাল কার্ড দেখেছেন আনহেল কোরেয়া। আর আগের ডার্বিতে লাল কার্ড দেখেছিলেন মারিয়ো হারমোসো। 

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন