Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

সহস্রতম ম্যাচে ওয়েঙ্গারকে নিয়ে ক্লপের রসিকতা

ক্রীড়া ডেস্ক

সহস্রতম ম্যাচে ওয়েঙ্গারকে নিয়ে ক্লপের রসিকতা

চেলসি যেন আর্সেন ওয়েঙ্গার ও ইয়ুর্গেন ক্লপকে এক বিন্দুতে মিলিয়েছে। ওয়েঙ্গার ও ক্লপ দুজনেই তাঁদের সহস্রতম ম্যাচ খেলেছেন চেলসির বিপক্ষে। গতকাল ওয়েঙ্গারকে পুরোনো ‘তিক্ত স্মৃতি’ মনে করিয়ে দিয়েছেন ক্লপ।

অ্যানফিল্ডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও চেলসি। যে ম্যাচটি ছিল কোচ হিসেবে ক্লপের সহস্রতম ম্যাচ। ৪ মিনিটে কাই হাভার্টজের গোলে চেলসি এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়। এরপর প্রাণপণে লড়াই করেও কেউই কোনো গোল করতে পারেনি। ম্যাচ ড্র হয় ০-০ গোলে।

গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে ক্লপ যেন ৯ বছর আগের স্টামফোর্ড ব্রিজে ফিরে গেলেন। স্টামফোর্ডে ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েঙ্গারের আর্সেনালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল হোসে মরিনহোর চেলসি। ওয়েঙ্গারকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়ে ক্লপ বলেন, ‘আমি শুনলাম আর্সেন ওয়েঙ্গার তার সহস্রতম ম্যাচ হেরেছিল ৬-০ গোলে। সত্যিই আমি খুব খুশি যে তেমনটা হয়নি।’

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি দুটো দলের পারফরম্যান্সই ছন্দহীন। ১৯ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে লিভারপুল। আর ২০ ম্যাচ খেলে চেলসিও পেয়েছে ২৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার ৮ নম্বরে অলরেডরা আর ১০ নম্বরে আছে ব্লুজরা। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৭ পয়েন্ট পেয়েছে গানার্সরা।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার