হোম > খেলা > ফুটবল

পেনাল্টি থেকে ইউনাইটেডের সর্বোচ্চ গোল ব্রুনোর, রোনালদো-মেসি কোন অবস্থানে

ম্যানচেস্টার ডার্বিতে বড় হারের ক্ষত ভুলে জয়ে ফিরেছে ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে রেড ডেভিলরা প্রিমিয়ার লিগে ২-০ গোলে হারিয়েছে এভারটনকে। দুটি গোলই হয়েছে পেনাল্টি স্পট থেকে। এ জয়ে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ছয়ে আছে এরিক টেন হাগের দল। 

এভারটনের বিপক্ষে ১২ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। ২৪ মিনিট পর আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। দলকে এগিয়ে দেওয়া পেনাল্টি গোলে নতুন রেকর্ড গড়েছেন ব্রুনো। পেনাল্টি স্পট থেকে ইউনাইটেডের পক্ষে সর্বোচ্চ ২৯ গোল এখন তাঁর। 

২৯ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার এ রেকর্ডে টপকে গেলেন রুদ ফন নিস্তলরয়কে। রেড ডেভিলদের জার্সিতে পেনাল্টি থেকে ২৮টি গোল করেছিলেন সাবেক ডাচ ফরোয়ার্ড। এ তালিকার পরের তিন স্থানে ওয়েইন রুনি (২৭), ক্রিস্টিয়ানো রোনালদো (২১) ও এরিক ক্যান্টোনা। 

এ তো শুধু ইউনাইটেডের হিসেব। সব মিলিয়ে শীর্ষ পাঁচ লিগের মধ্যে ২১ শতকে পেনাল্টি স্পট কিকে সবচেয়ে বেশি সফল কে? উত্তর—রোনালদো। ফুটবল পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে, পর্তুগিজ উইঙ্গার সব প্রতিযোগিতা মিলিয়ে পেনাল্টি স্পট থেকে গোল করেছেন ১১৪টি। 

এ তালিকায় দুইয়ে রোমা কিংবদন্তি ইতালির ফ্রান্সেসকো টট্টি—৭৫। তালিকায় তিনে থাকা লিওনেল মেসিও পেনাল্টি স্পট থেকে সমান ৭৫টি গোল করেছেন। পরের দুই স্থানে জ্লাতান ইব্রাহিমোভিচ (৬৪) ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৫০)। ছয়ে থাকা এডিনসন কাভানি এই সংখ্যা—৪৮।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি