হোম > খেলা > ফুটবল

কমলা ঢেউ থামিয়ে শেষ আটে চেকরা

ঢাকা: চেক প্রজাতন্ত্রের কাছে হেরে ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল ফেবারিট নেদারল্যান্ডস। পুসকাস স্টেডিয়ামে চেকদের জয় ২-০ গোলের ব্যবধানে।

নেদারল্যান্ডস-চেক ম্যাচের আগে স্টেডিয়ামে কমলা জার্সির ঢল নেমেছিল। ডাচরাও যে ছিল দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচে করেছিল ৮ গোল। কোনোভাবে নকআউট পর্বে ওঠা চেক প্রজাতন্ত্র আর কতটাই-বা লড়াই করবে! কিন্তু ২০০৪ সালের ইউরোতে ডাচদের স্তব্ধ করা সেই চেকদেরই যেন এবার দেখা গেল। আক্রমণাত্মক ফুটবলে জিতে শেষ আটে ওঠেছে পাভেল নেদভেদের উত্তরসূরিরা।

নকআউটের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের বার্তা দেয় চেক প্রজাতন্ত্র। আক্রমণে অবশ্য নেদারল্যান্ডসও পিছিয়ে ছিল না। পাল্টাপাল্টি আক্রমণের ধারায়ও গোল মুখ খুলতে পারেনি কোনো দল। গোলহীনভাবে শেষ হয় প্রথমার্ধ।

সব নাটক অবশ্য জমা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। এ সময় শুরু থেকে ডাচদের চেপে ধরে চেকরা। ডাচদের বিপদ আরও বাড়ে ৫৫ মিনিটে ডিফেন্ডার ম্যাথিয়াজ ডি লিট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। দশজনের নেদারল্যান্ডস তখন আরও বেশি কোনঠাসা। ডি লিট মাঠ ছাড়ার ১৪ মিনিট পর ভেঙে পড়ে ডাচদের রক্ষণ-দুর্গ। দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন টমাস হোলস। এই গোলের পর নেদারল্যান্ডসকে ঘুরে দাঁড়াতে না দিয়ে আরও চেপে ধরে চেকরা। ৮০ মিনিটে দারুণ ছন্দে থাকা প্যাটট্রিক শিক চেকদের এগিয়ে দেয় ২-০ গোলে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেকরা।

ইউরোতে গ্রুপ পর্বে পূর্ণ পয়েন্ট  দলগুলোর ইতিহাস ভালো না। ১৯৮৪ সালে ফ্রান্স ও ২০০৮ সালে স্পেন ছাড়া আর কোনো দল শিরোপা জিততে পারেনি। নেদারল্যান্ডসও এবার সেই দুর্ভাগ্যের শিকার হলো। গ্রুপ পর্বে দাপুটে খেলে দ্বিতীয় রাউন্ডও পার করতে পারল না।

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়