ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়া যেন করিম বেনজেমার কাছে এক রকম অভ্যাস। লা-লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ-বেনজেমা রেকর্ড গড়েন সবখানেই। সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল গড়েছেন বেশ কিছু রেকর্ড। রেকর্ডের রাতে লিওনেল মেসির রেকর্ডের আরও কাছে পৌঁছলেন বেনজেমা।
সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-চেলসি। ম্যাচে গোলের উদ্বোধন করেন বেনজেমা। ২১ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে আলতো শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। তাতে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল হলো ২০। এই তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি। এই টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসি করেছেন ২৭ গোল।
গতকাল চেলসির বিপক্ষে খেলতে নেমেই রেকর্ড গড়লেন বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সিতে ফরাসি তারকা এখন পর্যন্ত খেলেছেন ১৩০ ম্যাচ। যা রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলায় যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। রাউল গঞ্জালেজ এই টুর্নামেন্টে খেলেছেন ১৩০ ম্যাচ। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলেছেন ইকার ক্যাসিয়াস।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল চেলসিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ১৮ এপ্রিল স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।