হোম > খেলা > ফুটবল

নরওয়ের জার্সিতে হ্যাটট্রিক করে কী পোস্ট করলেন হালান্ড

ক্রীড়া ডেস্ক    

কাজাখস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করলেন আর্লিং হালান্ড। ছবি: ফেসবুক

ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।

হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার আন্তোনিও নুসা। ৫-০ গোলে জয়ের পর ‘বি’–এর গ্রুপ ৩–এ সবার ওপরেই রইল নরওয়ে। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হালান্ড লিখেছেন, ‘নরওয়ের জন্য।’

হালান্ডের হ্যাটট্রিকের রাতে ফ্রান্স নিল ‘প্রতিশোধ।’ সান সিরোতে গত রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সকে অপর গোলটি পেয়েছে ‘উপহার।’ ৩৩ মিনিটে ইতালির গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও করেন আত্মঘাতী গোল। ইতালির একমাত্র গোলটি ৩৫ মিনিটে করেন দলটির মিডফিল্ডার আদ্রিয়াঁ ক্যাম্বিয়াসো। ম্যাচ শেষে রাবিও বলেন, ‘দীর্ঘ দিন পর এমন পারফরম্যান্স করলাম আমরা। দল যেভাবে লড়েছে, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ফ্রান্সের আসল রূপ এটাই।’

এবারের নেশনস লিগে হালান্ড ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৭টি গোল তিনি করেছেন ৪ ম্যাচে। অন্যদিকে ইতালিকে টপকে লিগ ‘এ’-এর গ্রুপ টুতে শীর্ষে উঠে এল ফ্রান্স। ইতালি, ফ্রান্স দুই দলেরই সমান ১৩ পয়েন্ট হলেও ফরাসিরা এগিয়ে গোল ব্যবধানে। ইতালিয়ানরা তাই অবস্থান করছে দুইয়ে। চলতি নেশনস লিগে ফ্রান্সের একমাত্র হারটা ইতালির বিপক্ষেই। সেপ্টেম্বরে পার্ক দে প্রিন্সেসে ইতালি জিতেছিল ৩-১ গোলে।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন