Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রিয়ালে আবার ফিরে আসার কথা জানালেন কাসেমিরো

ক্রীড়া ডেস্ক

রিয়ালে আবার ফিরে আসার কথা জানালেন কাসেমিরো

রিয়াল মাদ্রিদে সফলভাবে ৯ মৌসুম কাটিয়ে কাসেমিরো যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ ক্লাবটির বহু শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি। রিয়ালের মাঝমাঠে টনি ক্রুস, লুকা মদরিচদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা গড়েছিলেন ‘বারমুডা ট্রায়াঙ্গল’। বিদায় বেলায় রিয়াল ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কাসেমিরো। সঙ্গে জানিয়েছেন, কোনো একদিন আবার রিয়ালে ফিরে আসার কথাও। 

রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুমও শুরু করেছিলেন কাসেমিরো। তবে হঠাৎ করেই ব্রাজিলিয়ান তারকা ৭০ মিলিয়ন ইউরোয় যোগ দিয়েছেন ম্যান ইউনাইটেডে। নতুন চ্যালেঞ্জ হিসেবে এ সিদ্ধান্ত তাঁর। আগামী সোমবার রিয়াল আনুষ্ঠানিকভাবে কাসেমিরোকে বিদায় জানাবে। এর আগে অবশ্যই তিনি সামাজিক মাধ্যমে লস ব্লাঙ্কোসদের উদ্দেশ্যে আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন। ৩০ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার লিখেছেন, ‘সবচেয়ে চমৎকার গল্পের মধ্যে বাঁচতে পেরেছি যা কখনো কল্পনা করিনি। আশা করি, একদিন এই স্থানে ফিরে আসব যা সর্বদা আমার বাড়ি হয়ে থাকবে। রিয়াল আমাকে যা দিয়েছে তা হাজার জীবন দিয়েও শোধ করতে পারবো না। চিরতরে.... হালা মাদ্রিদ।’ 

রিয়ালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি করে স্প্যানিশ লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের সঙ্গে মোট ১৮টি শিরোপা জিতেছেন কাসেমিরো।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার