ক্রীড়া ডেস্ক
শেষ দিনে ২-০ গোলে পিছিয়ে থেকেও নাটকীয় প্রত্যাবর্তনে শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। রোমাঞ্চ ছড়িয়ে লিগ শিরোপা জেতার পর থেকে আনন্দ-উৎসবে উন্মাতাল সিটিজেনরা। শিরোপাজয়ের উৎসব-পার্টিতে খেলোয়াড়দের সঙ্গে এসেছেন তাঁদের স্ত্রী-সঙ্গীরা।
এদিন বিজয় উৎসবের পার্টিতে আকর্ষণের কেন্দ্রে ছিলেন সিটি তারকা ইকেই গুন্দোয়ান। তাঁর জোড়া গোলেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছে ম্যানসিটি। নববধূ সারা আরফাউইর হাত ধরে অনুষ্ঠানস্থলে হাজির হন এই জার্মান তারকা।
গোটা মৌসুমে সিটির হয়ে দারুণ ছন্দে ছিলেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। একের পর এক ম্যাচে সিটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্ত্রী মিচেল ডি ব্রুইনকে নিয়ে বিজয়ের আনন্দে শামিল হন প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়। এ সময় দুজনেরই পরনে ছিল কালো পোশাক।