হোম > খেলা > ফুটবল

সঙ্গীদের নিয়েই উৎসব মাতালেন সিটির দুই নায়ক ডি ব্রুইনা-গুন্দোয়ান

ক্রীড়া ডেস্ক

শেষ দিনে ২-০ গোলে পিছিয়ে থেকেও নাটকীয় প্রত্যাবর্তনে শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। রোমাঞ্চ ছড়িয়ে লিগ শিরোপা জেতার পর থেকে আনন্দ-উৎসবে উন্মাতাল সিটিজেনরা। শিরোপাজয়ের উৎসব-পার্টিতে খেলোয়াড়দের সঙ্গে এসেছেন তাঁদের স্ত্রী-সঙ্গীরা। 

এদিন বিজয় উৎসবের পার্টিতে আকর্ষণের কেন্দ্রে ছিলেন সিটি তারকা ইকেই গুন্দোয়ান। তাঁর জোড়া গোলেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছে ম্যানসিটি। নববধূ সারা আরফাউইর হাত ধরে অনুষ্ঠানস্থলে হাজির হন এই জার্মান তারকা। 

গোটা মৌসুমে সিটির হয়ে দারুণ ছন্দে ছিলেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। একের পর এক ম্যাচে সিটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্ত্রী মিচেল ডি ব্রুইনকে নিয়ে বিজয়ের আনন্দে শামিল হন প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়। এ সময় দুজনেরই পরনে ছিল কালো পোশাক। 

তবে শুধু এ দুজনই নন, সিটির শিরোপাজয়ের পর অন্য তারকারাও তাঁদের স্ত্রী-বান্ধবীদের সঙ্গে নিয়ে উদ্‌যাপন করেছেন। এই উদ্‌যাপন বিশেষ ছিল জ্যাক গ্রিলিশের জন্যও। ১০০ মিলিয়ন পাউন্ডে গত দলবদলে আলোড়ন তুলেছিলেন জ্যাক গ্রিলিশ। মৌসুমজুড়ে খুব ভালো কিছু করতে না পারলেও দলের সাফল্যের অংশীদার হয়েছেন তিনিও। হয়েছেন প্রথম বড় শিরোপা জয়ের সাক্ষীও। আর উদ্‌যাপনেও বেশ প্রাণবন্ত ছিলেন এই ইংলিশ তারকা।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন