হোম > খেলা > ফুটবল

ভিয়ারিয়ালকে হারিয়েও চিন্তিত জাভি

এই মৌসুমে বেশ দাপট দেখিয়ে খেলছে বার্সেলোনা। লা লিগা, সুপার কাপ, কোপা দেল রে—সব প্রতিযোগিতাতেই বার্সার জয়জয়কার। এল মাদ্রিগালে লা লিগায় গতকাল ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ জিতেও চিন্তিত বার্সা কোচ জাভি হার্নান্দেজ। 

গতকাল এল মাদ্রিগালে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ১৮ মিনিটে রবার্ট লেভানডফস্কির অ্যাসিস্টে গোল করেন পেদ্রি। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও কাতালানরা গোল করতে পারেনি। লেভানডফস্কি, রাফিনহা, গাভি গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। কখনো বারের ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন, কখনোবা ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেননি বার্সা ফুটবলাররা। ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা আরও গোল করতে পারতাম। সুযোগ এসেছিল আমাদের। তবে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারিনি। গোল করায় দলের দুর্বলতা রয়েছে।’ 

ভিয়ারিয়ালকে হারিয়ে লা-লিগায় শীর্ষস্থান আরও একটু পোক্ত করল বার্সেলোনা। ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট এখন বার্সার। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। ১১ পয়েন্টে এগিয়ে থেকেও আত্মতুষ্টিতে ভুগছেন না জাভি। বার্সা কোচ বলেন, ‘এই ব্যবধান এত বেশিও না। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। লিগে ১৭ ম্যাচ বাকি আছে।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি