Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রোনালদোকে নিয়ে যা বললেন আল-নাসরের কোচ 

ক্রীড়া ডেস্ক

রোনালদোকে নিয়ে যা বললেন আল-নাসরের কোচ 

সৌদি সুপারকাপের সেমিফাইনাল থেকে আল-নাসরের বিদায়ের পর কঠোর সমালোচনা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। রোনালদোর গোল মিস করা ক্লাবটির বিদায়ের কারণ বলে দাবি করেছিলেন কোচ রুডি গার্সিয়া। এবার রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ গার্সিয়া। গার্সিয়ার মতে, আল-নাসরে ভালোমতো নিজেকে মানিয়ে নিয়েছেন রোনালদো।

আল-নাসরের হয়ে রোনালদোর হ্যাটট্রিক করার পরই মূলত বদলে যায় গার্সিয়ার সুর। কিং আবদুল আজিজ স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল-নাসরের প্রতিপক্ষ ছিল আল-ওয়েহদা। সৌদি প্রো লিগের এই ম্যাচটা যেন ছিল রোনালদো আর আল-ওয়েহদার লড়াই। আল-ওয়েহদাকে ৪-০ গোলে হারানো আল-নাসরের করা ৪ গোলই করেছেন রোনালদো। হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে লিগ পর্যায়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। লিগ পর্যায়ে পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোল এখন ৫০৩।

গার্সিয়া মনে করেন, আল-নাসরে সতীর্থদের সঙ্গে রোনালদোর বোঝাপড়া দারুণ হয়েছে। আল-নাসর কোচ বলেন, ‘সতীর্থদের সঙ্গে রোনালদোর দারুণ সমঝোতা হয়েছে। সময়ের সঙ্গে তার সতীর্থরাও বুঝতে পেরেছে যে, সে কী চায় এবং কখন সে গোল করবে। আমার মনে হয়, ৪ গোল করা রোনালদোর জন্য দারুণ ছিল।’ 

আল-নাসরের জার্সিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলছেন রোনালদো। চার ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে