Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে হামজার। ছবি: এক্স

লক্ষ্য ছিল ভারতকে হারানোর। কিন্তু এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচে সেই লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। তবে গোলশূন্য ড্র করে ভারতের মাটি থেকে এক পয়েন্ট কুড়িয়ে আনে হাভিয়ের কাবরেরার দল। যার ফলে পাঁচ মাস পর র‍্যাঙ্কিংয়ে উন্নতির দেখা মিলেছে।

নতুন প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮৫ থেকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩ তম। এর আগে গত বছরের অক্টোবরে এগিয়েছিল এক ধাপ। এরপর দুটি ফিফা উইন্ডো কাটলেও র‍্যাঙ্কিংয়ে কোনো উন্নতি করতে পারেনি। শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্রয়ের পর র‍্যাঙ্কিংয়ের উপরে ওঠা তাই অনুমিত ছিল। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর।

ভারতের অবশ্য অবনতির মুখ দেখেছে। এক ধাপ পিছিয়ে ১২৭ নম্বরে আছে তারা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতসহ বাংলাদেশের ওপরে রয়েছে মালদ্বীপ (১৬৪), নেপাল (১৭৫) ও ভুটান (১৮২)।

গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ২৪৫ টি। বরাবরের মতো এবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে সেরা দশে কেউ ঢুকতে না পারলেও হয়েছে অদলবদল। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্পেন। পর্তুগালকে (৭) টপকে নেদারল্যান্ডস আছে ছয়ে। এছাড়া চারে ইংল্যান্ড, পাঁচে ব্রাজিল, আটে বেলজিয়াম, নয়ে ইতালি ও দশে রয়েছে জার্মানি।

সেরা দশের বাইরে সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার। ৭ ধাপ এগিয়ে ১৬২ নম্বরে রয়েছে তারা।

ফুটবলের মতো সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তির নির্দেশ সরকারের

চ্যাম্পিয়নস লিগে অতীতই যখন রিয়ালের অনুপ্রেরণা

আর্সেনালের বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে পারবে তো রিয়াল

এখনই চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বার্সেলোনা

এএফসি থেকে বাড়তি ৩০ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ইনজাঘির ‘ইন্টার’—পাস করা সহজ নয়

অতিরিক্ত সময়ের গোলে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

ক্লাব বিশ্বকাপেই অন্যরকম এক চমক দেখাচ্ছে ফিফা

নেইমারের ফেরার দুই মাস পরই কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও

বারবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে কাঁপিয়ে ব্যর্থ মেসিকে নিয়ে কী বললেন কোচ