নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রা শুরু হলো স্বপ্নের পদ্মা সেতুর। আজ দুপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়কপথের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কেটে উদযাপন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে ভবনে আজ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলারসহ অনেকে ৷
পদ্মা সেতু চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বলেছেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিকল্পনা, সিদ্ধান্ত দিয়ে স্বপ্নের পদ্মা সেতু চালু করেছেন। গোটা বাংলাদেশে যত বাঙালি আছে তারা আজ গর্বিত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই তাঁরা আমাদের জন্য যা করছেন, সেটা অতুলনীয়। এটা গোটা দেশবাসীর জন্য।’
পদ্মা সেতু হওয়ায় এখন যোগাযোগব্যবস্থা সহজ হবে। ওই অঞ্চলে ভেন্যু বাড়ানোর চিন্তাভাবনা করছে বাফুফে। সালাউদ্দিন বলেছেন, ‘পদ্মা সেতু এখন দুই পারকে এক করে দিয়েছে। যেহেতু যোগাযোগব্যবস্থা এখন ভালো হলো সেহেতু দেখা যাক ওদিকে প্রিমিয়ার লিগের ভেন্যু বাড়ানো যায় কি না।’