হোম > খেলা > ফুটবল

ইতিহাস গড়া সিটির ইংলিশ ডিফেন্ডার এবার নিষিদ্ধ

চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কাইল ওয়াকার। লাইপজিগের বিপক্ষে ম্যাচে আন্দ্রে সিলভাকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড পেয়েছিলেন এই সিটি ডিফেন্ডার। সেটারই ফলস্বরূপ নিষেধাজ্ঞায় পড়লেন ওয়াকার। এক বিবৃতিতে আগামী তিন ম্যাচে তাঁর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে উয়েফা।

গত ৭ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে লাইপজিগের মাঠে ২-১ গোলে হারে ম্যানসিটি। ম্যাচের ৮২ মিনিটের সময় সিলভাকে ফাউল করে লাল কার্ড দেখেন ওয়াকার। লাল কার্ড দেখে একটা রেকর্ডেও নাম তুলেছিলেন ৩১ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার। বয়সের হিসাবে চ্যাম্পিয়নস লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে লাল  কার্ড দেখার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়াকার।

ইংলিশদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে চ্যাম্পিয়নস লিগে লাল কার্ড দেখায় এখনো শীর্ষে পল স্কোলস। সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের ৩২ বছর ১৩৯ দিন বয়সে ওই অভিজ্ঞতা হয়েছিল। ২০০৭ সালে রোমার বিপক্ষে রেকর্ডে নাম তোলেন স্কোলস।

লাইপজিগের কাছে সেই ম্যাচ হারলেও গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় ম্যানসিটি। শেষ ষোলোয় ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। নিষেধাজ্ঞার কবলে দুই লেগেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া খেলতে হবে সিটিকে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলে প্রথম লেগেও ওয়াকারকে পাবে না দলটি।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল