ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একে অপরের যে কত রেকর্ড ভেঙেছেন, তাঁর কোনো সীমা নেই। মাঠের ফুটবলের পাশাপাশি তাঁদের প্রতিযোগিতা রয়েছে সামাজিক মাধ্যমেও। রোনালদো এবার ইউটিউব চ্যানেল খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়িয়ে গেছেন মেসিকে।
ফেসবুক, এক্স হ্যান্ডল (টুইটার), ইনস্টাগ্রাম— সামাজিক মাধ্যমের এসব প্ল্যাটফর্মগুলোতে আগেই অ্যাকাউন্ট খুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে অনুসরণ করেন কোটি কোটি ফুটবলপ্রেমী। এবার ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করেছেন রোনালদো। চ্যানেল খোলার পর আজ দুপুর পর্যন্ত ‘ইউআর ক্রিস্টিয়ানো’র সাবস্ক্রাইবার হয়েছে ১ কোটি ৫২ লাখ। অন্যদিকে ২০০৬ সালে ‘লিও মেসি’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের সাবস্ক্রাইবার এখন পর্যন্ত ২৩ লাখ ২০ হাজার।
মেসি, রোনালদো দুজনেই গত বছর ইউরোপ শেষে পাড়ি জমান অন্য মুলুকে। পিএসজি ছেড়ে মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। এরই মধ্যে মার্কিন ক্লাবটির হয়ে লিগস কাপ জিতেছেন। অন্যদিকে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের পাঠ চুকিয়ে খেলছেন সৌদি আরবের আল নাসরে। সৌদি ক্লাবটির জার্সিতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন গত বছরই। তবে আল হিলালের কাছে হেরে কদিন আগে সৌদি সুপার কাপের শিরোপা খুইয়েছে রোনালদোর আল নাসর।
আরও পড়ুন: