Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রোনালদো আগে গেলেই খুশি হতেন কিয়েল্লিনি 

ক্রীড়া ডেস্ক

রোনালদো আগে গেলেই খুশি হতেন কিয়েল্লিনি 

জুভেন্টাস ছেড়ে এই মৌসুমেই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার এই বিদায়টা আরও আগে হলে জুভেন্টাসের উপকারই হতো, এমনটাই বলেছেন ক্লাবটির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনে এনেছিল জুভেন্টাস। তিন মৌসুমে দুই স্কুডেট্রো আর একটি কোপা ইতালিয়া জয় ছাড়া তুরিনের ক্লাবটিতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই সিআরসেভেনের। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় অস্থির হয়ে পড়ছিলেন রোনালদো নিজেই। তাঁকে ছেড়ে দিয়ে নতুন করে ক্লাবকে গড়ে তোলার জন্য চাপ বাড়ছিল জুভেন্টাসের ওপরেও। 

এই মৌসুমের শুরুতে জুভেন্টাস ছাড়তে পারেন এমন জল্পনা-কল্পনা সত্যি করে দলবদলের শেষ সময়ে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছেন রোনালদো। একদম শেষ দিকে পর্তুগিজ ফরোয়ার্ড চলে যাওয়ায় তাঁর শূন্যস্থানটা দ্রুত পূরণ করতে পারেনি জুভেন্টাস। সিরি আ-তে আট ম্যাচে ১৪ পয়েন্টে আছে টেবিলের সাতে। কিয়েল্লিনির মন্তব্য, রোনালদোর দলবদলটা আরও আগে হলে এই সমস্যায় পড়তে হতো না জুভদের।

অনলাইন স্ট্রিমিং সার্ভিস ডেএজেডএনকে কিয়েল্লিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে ক্রিস্টিয়ানোর দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে খেলতে পারে এমন একটা দলও তৈরি ছিল। জুভেন্টাস একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোনালদো থাকলে দলটা আরও ভারী হতো, আমরাও খুশি থাকতাম। কিন্তু ভবিষ্যতের চেয়ে সে বর্তমানকেই বেশি প্রাধান্য দিয়েছে।’

এরপরই কিয়েল্লিনি বলেছেন, ‘রোনালদো ২৮ আগস্ট চলে গেছে, সে আরও একটু আগে গেলে ভালো হতো। আমরা একটা ধাক্কা খেয়েছি। পয়েন্টের দিক থেকে ভুগতে হচ্ছে। এই বিদায়টা যদি ১৫ আগস্টের দিকে হতো, তাহলে আমরা আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেতাম।’

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান

কোচের ঘাড় ধরায় মেসিকে জরিমানা, জেতালেন দলকেও

আলভারেজের ম্যাজিক, ৮ গোল করেও সুফল পায়নি বার্সা-আতলেতিকো

বাটলারের নতুন বাংলাদেশের শুরু

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাহলে ব্রাজিলের ক্লাবে থাকছেন নেইমার

নতুন ক্লাবে প্রথম হারের স্বাদ পেলেন হামজা

সিটির মাঠে কেন শিরোপার গান, কিছু বলতে চান না লিভারপুল কোচ