Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

নিষিদ্ধ ভিনিসিয়ুসের বদলে কোন চমক দেখাবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

নিষিদ্ধ ভিনিসিয়ুসের বদলে কোন চমক দেখাবে ব্রাজিল

২০২৪ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে উঠতে না উঠতেই দুঃসংবাদ শোনে ব্রাজিল। ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়র শেষ আটে খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। নকআউট পর্বের ম্যাচটিতে এখন তরুণ এক ফুটবলারকে খেলানোর পরিকল্পনা করছে ব্রাজিল। 

অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে। ভিনিসিয়ুস নিষিদ্ধ থাকায় তাঁর পরিবর্তে এনড্রিককে খেলানোর পরিকল্পনা করছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের ৯ টিতেই এনড্রিক খেলেছেন বদলি ফুটবলার হিসেবে। এবারের কোপা আমেরিকায় তিন ম্যাচ মিলে ৩৪ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড। দরিভাল গত রাতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সব সময় বলে আসছিলাম যে এনরিককে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। সঠিক সময়ে তাকে সুযোগ দেওয়া হবে।’ 

রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত, অথচ ব্রাজিলের জার্সিতে পারেন না—ভিনিসিয়ুস জুনিয়রের ওপর এমন তকমা ছিল অনেক দিন। এবারের কোপায় তাঁর শুরুটা হয়েছিল দুর্দান্ত। ৩ ম্যাচে করেছেন ২ গোল। তবে দুটি হলুদ কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলা হচ্ছে না ভিনির। ভিনির পরিবর্তে এনড্রিকের এটা দারুণ সুযোগ বলে মনে করেন দরিভাল, ‘আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়েছি। তবে এমন এক খেলোয়াড়কে পেয়েছি, যে ধীরে ধীরে উঠছে। সুযোগের অপেক্ষায় আছে। সম্ভবত এটা এনড্রিকের মুহূর্ত হবে।’ 

 ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র—৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। অন্যদিকে এনড্রিক তাঁর ক্যারিয়ারে ৯ ম্যাচে করেছেন ৩ গোল। ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার প্রথম একাদশে খেললে সুযোগটা নিশ্চয়ই উরুগুয়ের বিপক্ষে লুফে নিতে চাইবেন। 

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক