হোম > খেলা > ফুটবল

ব্যালন ডি’অর নিয়ে রোনালদোকে ধুয়ে দিলেন রদ্রি

ক্রিস্টিয়ানো রোনালদোকে ধুয়ে দিয়েছেন রদ্রি। ছবি: এএফপি

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় কেন রদ্রি পেলেন ব্যালন ডি’অর—পুরস্কারটি দেওয়ার পর থেকেই হৈ চৈ পড়ে যায় সামাজিকমাধ্যমে। অনেকেই ভিনির পক্ষে কথা বলেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর দাবি, ব্রাজিলের ফরোয়ার্ডের সঙ্গে এখানে অন্যায় করা হয়েছে।

২০২৪ ব্যালন ডি’অর ইস্যুতে রোনালদোকে ধুয়ে দিতে মোটেও ভুল করেননি রদ্রি। পর্তুগিজ ফরোয়ার্ডের কথা শুনে রদ্রি রীতিমতো অবাক হয়েছেন। কারণ, ব্যালন ডি’অর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পুরস্কার জিতেছেন রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন,‘এটা আসলেই বিস্ময়কর। কারণ, কীভাবে পুরস্কারটি দেওয়া হয়, সেটা তিনি অন্য কারও চেয়ে অবশ্যই ভালো জানেন। সবচেয়ে বড় কথা বিজয়ীকে বেছে নেওয়ার ব্যাপারটা তো সকলের জানা হয়।’

২০২৪ সালের সেপ্টেম্বরে চোটে পড়ায় মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রদ্রি। ছিটকে যাওয়ার আগে ২০২৩-২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জেতেন তিনি। গত বছরের ১৪ জুলাই ইংল্যান্ডকে হারিয়ে স্পেন যে ইউরো জিতেছে, সেই চ্যাম্পিয়ন দলে ছিলেন রদ্রি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টজুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা করেছেন দারুণভাবে। এরপর ২৮ অক্টোবর জিতেছেন ব্যালন ডি’অর। স্প্যানিশ এই তারকা বলেন, ‘এ বছর (আসলে ২০২৪ সালে) সাংবাদিকদের মনে হয়েছে পুরস্কারটি আমার জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাঁকেও ভোট দিয়ে ব্যালন ডি’অর জিতিয়েছিলেন। আমার জানা মতে তখন তিনি (রোনালদো) আপত্তি তোলেননি।’

২০২৪ সালের ২৭ ডিসেম্বর দুবাইয়ে হয়েছিল গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠানে ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড বলেছিলেন, ‘আমার মতে সে-ই (ভিনিসিয়ুস) ছিল ব্যালন ডি’অরের যোগ্য। সবার সামনে বলছি, এখানে অন্যায় হয়েছে। রদ্রিকে তারা এটা (ব্যালন ডি’অর) দিয়েছে। রদ্রিও দাবিদার। কিন্তু এটা ভিনিকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছে এবং গোল করেছে।’

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল