Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ইউরো জয়ের মাসপূর্ণ হয়নি, নিষিদ্ধ হলেন রদ্রি-মোরাতা

ক্রীড়া ডেস্ক

ইউরো জয়ের মাসপূর্ণ হয়নি, নিষিদ্ধ হলেন রদ্রি-মোরাতা

রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তোলার এক মাসও পূর্ণ হয়নি রদ্রিগো হার্নান্দেসের। এর মধ্যেই পেলেন দুঃসংবাদ। ইউরোর জয় উদ্‌যাপনের সময় আচরণবিধি ভাঙায় শাস্তি পাচ্ছেন ফরোয়ার্ড আলভারো মোরাতা ও মিডফিল্ডার রদ্রি।

মোরাতা ও রদ্রিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। গত মাসে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে মহাদেশীয় লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। পরদিন ইউরোজয়ীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করেন দেশটির ফুটবলপ্রেমীরা। সেখানেই ঘটে বিপত্তি, রাজধানী মাদ্রিদে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনের সময় রদ্রি ও মোরাতা গাইলেন ‘জিব্রাল্টার স্পেনের অংশ’।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্পেনের খেলোয়াড়দের এই গানের ভিডিও দেখেছে জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। এ ব্যাপারে তারা নালিশ করেছে ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডির কাছে। আচরণের নীতি লঙ্ঘন করে ফুটবলের চেতনাকে বিতর্কিত করার অপরাধে উয়েফা জানিয়েছে, এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোরাতা ও রদ্রিকে।

মূলত স্পেনের একেবারে দক্ষিণের অংশের সঙ্গে জিব্রাল্টার লাগোয়া। তবে এটি ব্রিটিশ অঞ্চল। আগামী ৫ সেপ্টেম্বর স্পেন তাদের পরবর্তী ম্যাচ খেলবে সার্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে খেলা হচ্ছে না মোরাতা ও রদ্রির।

সিটির মাঠে কেন শিরোপার গান, কিছু বলতে চান না লিভারপুল কোচ

ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাব এভাবেই দিলেন নেইমার

উৎসবের আমেজে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

সাবিনাদের অনুশীলনের জন্য বাটলারের দরজা খোলা

আলভারেজে উড়ছে আতলেতিকো, শীর্ষে ফিরল বার্সা

ইয়ংমেন্সকে উড়িয়ে আবাহনীর বড় জয়

আল নাসরের হারের রাতে মেজাজ হারালেন রোনালদো

ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল মোহামেডান

শেষ ষোলোয় আতলেতিকোকে পেল রিয়াল, পিএসজির প্রতিপক্ষ লিভারপুল

এত ঠান্ডার মধ্যেও এভাবে খেলতে পারেন মেসি