হোম > খেলা > ফুটবল

ইংলিশ তারকা ফুটবলারকে ‘অপ্রতিরোধ্য’ বললেন টেন হাগ 

মার্কাস রাশফোর্ড খেলতে নামা মানেই যেন গোল। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের গোলে অ্যাসিস্টও করছেন রাশফোর্ড। দুরন্ত রাশফোর্ডে দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের চোখে ইংলিশ ফুটবলার ‘অপ্রতিরোধ্য’।

গতকাল ওল্ড ট্রাফোর্ডে এফ এ কাপের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-এভারটন। এভারটনকে ৩-১ গোলে হারায় রেড ডেভিলরা। যে ম্যাচে রাশফোর্ড একটি করে গোলও অ্যাসিস্ট করেছেন। ইংলিশ তারকাকে দেখেই শুরু থেকে আত্মবিশ্বাসী মনে হয়েছে টেন হাগের। ইউনাইটেড কোচ বলেন, ‘প্রথম মিনিট থেকেই বুঝতে পেরেছিলাম যে মার্কাসের নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। সে খেলোয়াড়দের দেখে দেখে খেলছিল এবং আমার মতে, ৯০ মিনিট সে এভারটন রক্ষণভাগের হুমকি হিসেবে কাজ করেছে।’

চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে দারুণ খেলছেন রাশফোর্ড। ২৪ ম্যাচে ১৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় হয়েছিলেন। ইউনাইটেডের জার্সিতে আট বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৪১ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। ১১১ গোলের সঙ্গে ৬৩ গোলে করেছেন অ্যাসিস্ট। আর গত মাসে শেষ হওয়া কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ৩ গোল করেছিলেন ইংলিশ এই উইঙ্গার।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি