ক্রীড়া ডেস্ক
ঢাকা: গুঞ্জনটা মৌসুম শেষের আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে কাল আনুষ্ঠানিক ঘোষণা এল বার্সেলোনার পক্ষ থেকে। দুই বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন সার্জিও আগুয়েরো।
ম্যানচেস্টার সিটির সঙ্গে আগুয়েরোর ১০ বছরের পথচলা শেষ হয়েছে শনিবার। যদিও মৌসুম শেষের আগেই ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন এই আর্জেন্টাইন। তখন থেকেই আগুয়েরোর বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন ওঠে। লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলের বন্ধুত্বটা ক্লাবে টেনে আনার ইচ্ছেটা আগুয়েরোর অনেক দিনের। অবশেষে আগুয়েরোর আশা পূরণ হয়েছে।
যদিও গুঞ্জন আছে বার্সার সঙ্গে এখনো নতুন চুক্তিতে যেতে রাজি হননি মেসি। নতুন চুক্তি না করলেও আগামী মৌসুমে মেসি বার্সার সঙ্গেই থাকবেন বলে আগুয়েরোর আশা, ‘আমি বিশ্বাস করি লিও আগামী মৌসুমে বার্সাতেই থাকবে। বার্সায় ওর সঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি। ওকে আমি চিনি। আমরা দুজনেই ভালো বন্ধু।’
ম্যান সিটির সঙ্গে আগুয়েরোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাঁকে নিতে কোনো অর্থ খরচ করতে হয়নি বার্সেলোনাকে। তবে মাঝপথে যাতে তাঁকে কোনো ক্লাব টেনে নিতে না পারে সে ব্যবস্থাও করেছে কাতালান ক্লাব। আগুয়েরোর বাই আউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ইউরো (বাংলাদেশি ১০৩৩ কোটি টাকা)। বার্সেলোনায় আসতে পেরে দারুণ খুশি এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় পর্বের অনুষ্ঠানে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন আগুয়েরো, ‘এখানে আসতে পেরে আমি খুব খুশি। বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা ক্লাব এটা সবাই জানি। ঠিক সিদ্ধান্তই নিয়েছি বলে আমি মনে করছি।’
আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুয়েরোকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'বার্সেলোনায় তোমাকে স্বাগতম। তোমার খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি ভালো কিছুই হবে।'