হোম > খেলা > ফুটবল

এক চুক্তিতে রাতারাতি বদলে গেল ডেনিস ফরোয়ার্ডের জীবন

শৈশব থেকেই রাসমুস হয়লুন্দের স্বপ্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার। সেই স্বপ্ন আজ ডেনমার্কের স্ট্রাইকারের পূরণ হয়েছে। ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করাতে। 

কিন্তু কখনো কি হয়লুন্দ ভেবেছিলেন তাঁর জীবন এক চুক্তিতে বদলে যাবে। রাতারাতি কয়েক শ কোটি টাকার মালিক হবেন। প্রতিভার কারণে ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই হতে পারতেন। কিন্তু এত কম তাড়াতাড়ি হবে নিজেও হয়তো কল্পনা করেননি তিনি। মাত্র ১৮ মাসের মধ্যে যে বাংলাদেশি মুদ্রায় ৯৯৩ কোটি টাকার মালিক হয়েছেন তিনি। বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলে প্রতিভার ছাপ রাখার ফলই পেয়েছেন তিনি। 

ম্যান ইউনাইটেডের সঙ্গে আজ ৯৯৩ কোটি টাকার চুক্তি করেছেন হয়লুন্দ। এই টাকা তিনি ৫ বছরের জন্য পাবেন। চুক্তির শর্ত অনুযায়ী চাইলে আরও এক বছর স্বপ্নের ক্লাবে খেলতে পারবেন। তখন পরিশ্রমের ফল হিসেবে টাকার পরিমাণটাও বাড়বে। অথচ, ১৮ মাস আগে ডেনিস ফরোয়ার্ডের মূল্য ছিল ১৮ কোটি টাকা। চুক্তি শেষে তাঁর দাম এখন ৫৫ গুণ বেড়েছে। 

ইংলিশ ক্লাবে যোগ দিয়ে নিজের স্বপ্নের কথা শোনালেন হয়লুন্দ। তিনি বলেছেন, ‘গোপনীয়তার কিছু নেই। শৈশব থেকেই দুর্দান্ত এই ক্লাবের ভক্ত ছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্রাফোর্ডে হাঁটার স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। ক্লাব আমার প্রতি যে বিশ্বাস রেখেছে তার প্রতিদান দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’ 

 ২০২০ সালে স্বদেশি ক্লাব কোপেনহেগেনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন হয়লুন্দ। ১৯ ম্যাচে কোনো গোল করতে না পারলেও খেলায় নজর কেড়েছিলেন তিনি। এরপর স্টর্ম গ্রাজের হয়ে দুর্দান্ত খেলে গত বছর আতালান্তায় যোগ দেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। সিরি আয় দুর্দান্ত খেলার ফল পেলেন এবার হাতেনাতে। 

হয়লুন্দকে কিনতে মৌসুম শেষ হওয়ার পর থেকেই চোখ রাখছিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প হিসেবেই তাঁকে বড় অঙ্কের টাকায় দলে ভেড়াতে রাজি ছিলেন টেন হাগ। অবশেষে সেই চেষ্টায় সফল হলেন ডাচ কোচ। দলবদলে তৃতীয় খেলোয়াড় কিনল ইউনাইটেড। এর আগে ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন মাউন্ট ও ঘানার গোলরক্ষক আন্দ্রে ওনানার সঙ্গে চুক্তি করেছে রেড ডেভিলসরা।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি