Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

এক মিনিটের ব্যবধানে চারটি আক্রমণ ঠেকিয়েছেন গোন্ডা

ক্রীড়া ডেস্ক

এক মিনিটের ব্যবধানে চারটি আক্রমণ ঠেকিয়েছেন গোন্ডা

অবিশ্বাস্য, অসাধারণ-প্রশংসা করতে এই শব্দগুলো অনেক সময় যেন কমই হয়ে যায়। গতকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এক মিনিটের ব্যবধানে জার্মানি ফুটবলারদের চারটি আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা। ‘সুপারম্যান’ গোন্ডাই জার্মানিকে হতাশ করেছেন বারবার। 

গতকাল জার্মানি-জাপান ম্যাচে ৭০ মিনিটের সময়কার ঘটনা। প্রথমে আক্রমণ করেন জোনাস হফম্যান। ঠেকিয়ে দিয়েছিলেন গোন্ডা। ফিরতি বলে এরপর শট নেন সার্জিও ন্যাব্রি। জাপানি গোলরক্ষক সেই শটও ঠেকিয়ে দিয়েছেন। এরপর রমের পাসে আবারও হেড দেন ন্যাব্রি, গোন্ডার দেয়ালে আটকে যায় তাঁর সেই চেষ্টাও। ফিরতি বলে ন্যাব্রিকে আরেকবার হতাশ করেন জাপানি গোলরক্ষক। 

জার্মানি-জাপান ম্যাচে গতকাল শুরুতে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৩৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন ইকে গুন্ডোগান। গোন্ডার অসাধারণ নৈপুণ্যে জার্মানি আর কোনো গোলই করতে পারেনি। শেষ ১৫ মিনিটের মধ্যে দুটো গোল করে জাপান জিতে যায় ২-১ ব্যবধানে। 

জার্মানি, জাপান-দুই দলেরই পরের ম্যাচ দুটো স্পেন ও কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে ২৭ নভেম্বর জার্মানির প্রতিপক্ষ স্পেন এবং জাপান খেলবে কোস্টারিকার বিপক্ষে। আর ১ ডিসেম্বর জাপান খেলবে স্পেনের বিপক্ষে এবং কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি। 

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা