হোম > খেলা > ফুটবল

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল ‘পুঁচকে’ হাঙ্গেরি

ক্রীড়া ডেস্ক

ঢাকা: টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটের তালিকায় বাকিদের চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। সেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১–১ গোলে রুখে দিয়ে ইউরোর এখন পর্যন্ত বড় অঘটনটা ঘটাল হাঙ্গেরি। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে লড়াই জমিয়েও হারতে হয়েছিল হাঙ্গেরিকে। ফ্রান্সের বিপক্ষে ঠিকই এক পয়েন্ট আদায় করে নিয়েছে পুসকাসের উত্তরসূরিরা।

একে তো বিশ্বচ্যাম্পিয়ন, তির ওপর দলের প্রতিটি পজিশনে আছে বিশ্বের সেরা সেরা সব খেলোয়াড়। আরেক ফেবারিট জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচ হারিয়ে ফ্রান্সের শুরুটাও ছিল ফেবারিটের মতো। নিজেদের দ্বিতীয় ম্যাচেই দিদিয়ের দেশমের দলকে মাটিতে নামাল হাঙ্গেরি। সেই সঙ্গে ইউরোর মৃত্যুকূপ ‘এফ’ গ্রুপের লড়াইটাও জমিয়ে দিল। এই ম্যাচ জিতলে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ ছিল ফ্রান্সের। পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কাও বাদ দিতে পারছেন না এমবাপ্পে–গ্রিজমানরা।

বুদাপেস্টের পুসকাস অ্যারিনায় শুরু থেকেই ফ্রান্সের গতির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে হাঙ্গেরি। স্বাগতিকদের চাপের মুখে একাধিকবার খেই হারিয়েছে ফরাসি রক্ষণ। তেমনই এক আক্রমণ থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়ে এগিয়ে যায় হাঙ্গেরি। আতিলা ফিওলার এই গোলে চাপে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

বিরতির পর ফ্রান্স অবশ্য আক্রমণের ধার বাড়ায়। এমবাপ্পে–গ্রিজমানরাও ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নেন। তবে ফ্রান্সের একাধিক আক্রমণের ঝড় দারুণ দক্ষতায় রুখে দেন হাঙ্গেরিয়ান গোলরক্ষক। ৬৬ মিনিটে অবশ্য গ্রিজমানকে আর আটকানো যায়নি। দারুণ এক আক্রমণে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ইউরোর সর্বোচ্চ গোলের তালিকায় স্বদেশি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে (৯) ছাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন গ্রিজমান (৭)। সমতায় ফিরলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ফ্রান্সের।

ইউরোর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল। সেই ম্যাচে জয়–পরাজয়ের ওপর নির্ভর করছে দলটির নকআউট পর্ব। তার আগে অবশ্য আজ রাতে পর্তুগাল–জার্মানির ম্যাচটির ফলের দিকে চোখ রাখতে হবে দেশমের দলকে।

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

সেকশন