হোম > খেলা > ফুটবল

বর্ষসেরা হওয়ার দৌড়ে ম্যানসিটির দাপট

ইংলিশ ফুটবলে বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা ৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। তালিকায় এবারও দাপট ম্যানচেস্টার সিটির, ক্লাবটির রয়েছেন ৩ ফুটবলার—ফরোয়ার্ড ফিল ফোডেন ও এর্লিং হালান্ডের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রি।

বাকি তিন ফুটবলার—আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, চেলসি ফরোয়ার্ড কোলে পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিনসন। ২০২২-২৩ মৌসুমে পিএফএ পুরস্কার হাতে তোলেন ট্রেবলজয়ী ম্যানসিটির হালান্ড। সর্বশেষ মৌসুমও নরওয়েজিয়ান ফরোয়ার্ড ছিলেন উজ্জ্বল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করে এরই মধ্যে জিতলেন গোল্ডেন বুট। সব মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৫ ম্যাচে ৩৮ গোল। দলকে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

সিটির প্রিমিয়ার লিগ জয়ে মিডফিল্ডার রদ্রিও ছিলেন দুর্দান্ত। ফোডেন মৌসুমে করেছেন ২৭ গোল। অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে ওয়াটকিনসনেরও ভালো ভূমিকা ছিল। আগামী ২০ আগস্ট ম্যানচেস্টারে ওপেরা হাউজে বিজয়ীর নাম ঘোষণা হবে।

দারুণ এক মৌসুম কাটিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ওডেগার্ড। এই নরওয়ে তারকা ৮ গোলের সঙ্গে সহায়তা করেছেন ১০ গোলে। ২২ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড পালমারও ছড়িয়েছেন আলো। ২২ গোলের পাশাপাশি সহায়তা করেন ১১ গোলে।

অ্যাস্টন ভিলা চার নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে। ফলে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হয় তাদের। ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনসনের ছিল বড় ভূমিকা। ১৯ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি