হোম > খেলা > ফুটবল

মেসির পর গ্রিজমানকেও ছেড়ে দিল বার্সেলোনা 

ক্রীড়া ডেস্ক, ঢাকা

লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল ঘিরে নতুন মৌসুমের পুরো দলবদলের বাজারটাই ছিল চমক আর বিস্ময়ে ভরা। কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়েও কম নাটকীয়তা হয়নি! ফরাসি তারকা অবশ্য শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন। তবে দলবদলের বাজারে একেবারে শেষ ঘণ্টায় আরও একবার চমক! বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে ফিরলেন আতোয়াঁন গ্রিজমান। 

গ্রিজমানকে এক বছরের ধারে আতলেতিকোতে ছেড়ে দিতে সম্মত হয়েছে বার্সা। তবে দুই পক্ষই চাইলে আরও একটি মৌসুম আতলেতিকোর সঙ্গে চুক্তি বাড়ানো হতে পারে গ্রিজমানের। ২০১৪-১৫ সালে আতলেতিকোতে যোগ দিয়ে ২৫৭টি ম্যাচ খেলেছিলেন গ্রিজমান। সঙ্গে একটি স্প্যানিশ সুপার কাপ, একটি ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন ২৯ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। 

চার বছর আতলেতিকোতে দাপটের সঙ্গে খেলে ২০১৯ সালে বার্সায় যোগ দেন গ্রিজমান। তবে কাতালান ক্লাবটিতে এসে আগের সেই ছন্দটা ধরে রাখতে ব্যর্থ হন গ্রিজমান। এবার তাই দিয়েগো সিমিওনের অধীনে পুরোনো ক্লাবে নিজের চেনা ছন্দে ফেরার পালা গ্রিজমানের। এদিকে বার্সা গ্রিজমানের বদলি হিসাবে লুক ডি’ইয়ং-কে সেভিয়া থেকে সই করেছে। 

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন