হোম > খেলা > ফুটবল

হাসপাতাল ছেড়েছেন এরিকসেন

ক্রীড়া ডেস্ক

ঢাকা: অবশেষে হাসপাতাল থেকে ফিরেছেন ক্রিস্টিয়ান এরিকসেন। ১২ জুন কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হঠাৎ অচেতন হয়ে পড়েন ক্রিস্টিয়ান এরিকসেন। খেলা কিছু সময় বন্ধ রেখে মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এরিকসেনকে।

এরিকসেনের বাড়ি ফেরার খবর নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল সংস্থা। তারা জানিয়েছে, সে (এরিকসেন) আজ হেলসিংগরে সতীর্থদের সঙ্গে দেখা করবে। এরপর সে বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাবে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এরিকসেন এক টুইট বার্তায় লিখেছেন, ‘যারা শুভকামনা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আমি এখন ভালো আছি। গত রাতে সতীর্থদের দুর্দান্ত খেলা দেখে ভালো লেগেছে।’

এক সপ্তাহ ধরে ভক্তদের চাওয়া ছিল এরিকসেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন। ভক্তদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ডেনিশ মিডফিল্ডার। এর আগে ১৫ জুন হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখে থাম্বস আপ দেখিয়ে সেলফি তুলে নিজের সুস্থতার কথা জানিয়েছিলেন এরিকসেন। টুইটারে নিজের ছবি পোস্ট করে ভক্তদের ধন্যবাদ দিয়েছিলেন।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন