Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

মিয়ামির অধিনায়ক মেসি

ক্রীড়া ডেস্ক

মিয়ামির অধিনায়ক মেসি

ইন্টার মিয়ামির হয়ে অভিষেকটা দুর্দান্তভাবে রাঙিয়েছেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ৫৪ মিনিটে মাঠে নেমে অধিনায়কত্বের বাহুবন্ধনীও পরেছিলেন আর্জেন্টাইন তারকা। সেদিনই বোঝা গিয়েছিল নেতৃত্বের ভারটা তাঁর কাঁধেই থাকছে।

গতকাল সেটা নিশ্চিতও করেছেন মিয়ামির কোচ টাটা মার্টিনো। আগামীকাল ভোরে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে মিয়ামি খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে মেসির অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ।

ম্যাচে মেসি অধিনায়কত্ব থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্টিনো বলেছেন, ‘অবশ্যই, শেষ ম্যাচেও সে আমাদের অধিনায়ক ছিল। মেসি–বুসকেতস উভয়ই খুব সম্ভবত আরও বেশি সময় খেলবে ম্যাচে। সেটা শুরু থেকে হতে পারে। তবে সবকিছু তাদের ওপর নির্ভর করবে। এটি তাদের মাত্র দ্বিতীয় ম্যাচ হবে।’

ক্রুজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৯৪ মিনিটে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ফ্রি কিকটি ছিল চোখে লেগে থাকার মতো। সাতবারের ব্যালন ডি অরজয়ীর অবিশ্বাস্য গোলেই ম্যাচ জয় পায় মিয়ামিও। মেসির ট্রেডমার্ক ফ্রি কিক নিয়ে মার্টিনো বলেছেন, ‘তার কাছ থেকে এমন ফ্রি কিক সচরাচরই পাওয়া যায়। কারণ এটি অভ্যাসগত। তাই আমরা সাধারণ নয়, এমন কিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি।’

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার