হোম > খেলা > ফুটবল

দায়িত্ব ছাড়লেন জিদানকে অপমান করা এফএফএফ সভাপতি

জিনেদিন জিদানকে নিয়ে মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত। গ্রায়েত এবার এফএফএফ সভাপতির পদের দায়িত্ব ছাড়লেন।

এফএফএফ এক বিবৃতিতে গ্রায়েতের দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নোয়েল লে গ্রায়েত আজ প্যারিসে বৈঠকে এফএফএফ কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করে সভাপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রায়েতের জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন ফিলিপ দালো। দালো এতদিন সহ-সভাপতি ছিলেন।

শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেছিলেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’

এমবাপ্পে তো বটেই, রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, ফরাসি এই কিংবদন্তিকে তারা (এফএফএফ) যথার্থ সম্মান দেয়নি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ৫ বছর রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছিলেন জিদান। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮-হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল