ক্যারিয়ারে চোটে পড়ে লিওনেল মেসিকে ম্যাচ মিস করতে দেখা যায় কম। আর টানা ম্যাচ মিস তো দেখাই যায় না। ইন্টার মায়ামিতে আসার পর প্রথম দিকে সময়টা ভালোই যাচ্ছিল তাঁর। তবে গত কয়েকদিন চোট বেশ ভোগাচ্ছে তাঁকে। টানা বেশকিছু ম্যাচ তিনি খেলতে পারেননি। এবার তাঁকে নিয়ে ‘সুসংবাদ’ দিয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো।
গত ২১ সেপ্টেম্বর ডিআরভি পিংক মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি খেলেছিল টরন্টোর বিপক্ষে। সেই ম্যাচে ৩৭ মিনিট খেলার পর মাংসপেশির চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর মায়ামির জার্সিতে টানা তিন ম্যাচ মিস করেছেন তিনি। দলও পায়নি জয়ের দেখা। যার মধ্যে রয়েছে ইউএস ওপেন কাপের ফাইনালে হাউস্টন ডায়নামোর বিপক্ষে পরাজয়। আর এমএলএসে দুটো ম্যাচে ড্র করেছে মায়ামি। যার মধ্যে রয়েছে ডিআরভি পিংক স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ। মেসির সুস্থ হয়ে ওঠার ব্যাপারে মার্টিনো বলেন, ‘গ্রুপ থেকে আলাদা হয়ে অনুশীলন করছে। (মেসি) আগের চেয়ে অনেক অনেক ভালো আছে সে। সময়ই বলে দেবে আমি সত্যি বলছি কি না। অথবা যেই ব্যক্তি রিপোর্ট দিয়েছেন, তিনি ঠিক বলেছেন কি না।’
এ সপ্তাহের বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। সোলজার ফিল্ড স্টেডিয়ামে এমএলএসে মায়ামির প্রতিপক্ষ শিকাগো। এরপর আগামী রোববারও এমএলএসের ম্যাচ রয়েছে মায়ামির। ডিআরভি পিংক স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে খেলবে মায়ামি। এই দুই ম্যাচে মেসি খেলবেন কি না তা ভেবে দেখবেন মার্টিনো, ‘আমরা ম্যাচ ধরে ধরে দেখছি। শিকাগোর বিপক্ষে ম্যাচে তাকে দেখতে যাচ্ছি। আর শিকাগো, সিনসিনাটি এই দুই ম্যাচেও তাকে বেঞ্চে বসা লাগতে পারে। আমরা সেটা দেখছি।’