হোম > খেলা > ফুটবল

জাপানের কাছে দুই হালি গোল হজম বাংলাদেশের মেয়েদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যেভাবে শুরু করেছিল জাপানের মেয়েরা তাতে শঙ্কা জেগেছিল, প্রতি দুই মিনিট অন্তর না হোক, হয়তো প্রতি পাঁচ মিনিটে গোলের ধাক্কা সইতে হতে পারে বাংলাদেশ নারী ফুটবল দলকে। শেষটায় অবশ্য স্বস্তি। পাঁচ মিনিট নয়, বাংলাদেশ জাপানের কাছে হেরেছে প্রতি ১২ মিনিটে একটি করে গোল হজম করে! 

বিশ্ব ফুটবলে জাপানের নারী দল কতটা ভয়ংকর সেই বিষয়ে মোটামুটি ধারণা নিয়েই আজ এশিয়াডে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ নারী ফুটবল দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর এশিয়াডে বর্তমান সোনাজয়ী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের একটাই স্বস্তি হতে পারে যে, হারের ব্যবধানটা দুই অঙ্ক ছুঁতে পারেনি। হ্যাংঝু এশিয়ান গেমসে সাবিনা খাতুনদের হার ৮-০ গোলের বিশাল ব্যবধানে। 

ওয়েনজু স্পোর্টস কমপ্লেক্সে আজ বিকেলে শুরু হওয়া বাংলাদেশ-জাপান ম্যাচ দেখার আসলে তেমন কোনো সুযোগই ছিল না বাংলাদেশের সংবাদকর্মীদের। দূরত্বের কারণে চীনে থাকা সাংবাদিকরাও যেতে পারেননি সাবিনাদের খেলা দেখতে। খুঁজে পেতে যখন থেকে দেখা গেল তখন ইতিমধ্যে ১০ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসে আছে বাংলাদেশ নারী দল। 

গত মাসে নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা দলটাকেই এশিয়াডে এনেছে জাপান। লক্ষ্য সোনার পদক ধরে রাখা। বিশ্বের অন্যতম একটা সেরা দলের বিপক্ষে বল ছোঁয়ার সুযোগ নাও হতে পারে এমন প্রস্তুতি নিয়ে মেয়েদের প্রস্তুত করেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। বাস্তবে হয়েছেও তাই। বাংলাদেশের প্রায় ১১ ফুটবলার প্রায় পুরোটা সময় নিজেদের অর্ধেই থাকলেন। আক্রমণ ভুলে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হলো সাবিনা-মণিকাদেরও। সবাই মিলে রক্ষণাত্মক খেলায় বাংলাদেশের হারের ব্যবধানটা শঙ্কার চেয়ে কিছুটা কম! 

ম্যাচের ৬ মিনিটেই বক্সের বাইরে থেকে রেমিনা চিবার গোলার মতো শট নাগালেই পাননি বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমা। জাপানের গোলের শুরু তখন থেকেই। দুই মিনিট পরেই পেনাল্টি থেকে গোলের ব্যবধান বড় করেন মোমোকো তানিকাওয়া। প্রথমার্ধেই জাপান এগিয়ে ৪-০ গোলে। পরের অর্ধেও জাপানের মেয়েদের গোলের পরিমাণ প্রথমার্ধের সমান। দুটি করে গোল রেমিনা, মোমোকো ও কোতোনো সাকাকিবারার। 

এশিয়াডে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচ আগামী সোমবার। এ ম্যাচেও প্রতিপক্ষ বিশ্বকাপ খেলা আরেক দল ভিয়েতনাম। ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবেন সাবিনারা।

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

সেকশন