হোম > খেলা > ফুটবল

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

ক্রীড়া ডেস্ক    

ক্রিস্টিয়ানো রোনালদো আজ খেলছেন না এস্তেগলালের বিপক্ষে। ছবি: এএফপি

তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও পর্তুগিজ ফরোয়ার্ড যাননি।

এস্তেগলালের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সদস্যের দল গত রাতে প্রকাশ করেছে। এই তালিকায় রোনালদোর নাম নেই। পর্তুগিহ তারকা ফরোয়ার্ড কেন থাকছেন না—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে ৯৯ দোররার কথা। আবার কেউ বলছেন পর্তুগিজ ফরোয়ার্ডের নিরাপত্তার শঙ্কা রয়েছে। পাশাপাশি চোটের খবরও জানা যাচ্ছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের জার্সিতে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। সেই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে পর্তুগিজ ফরোয়ার্ডকে চুমুও খেতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মার্কার খবরে বলা হয়েছে, ইরানের আইনে রোনালদোর ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে দেখা হচ্ছে।এই ব্যাভিচারের শাস্তি ৯৯ বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের সেই ঘটনার শাস্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেখানে যাননি রোনালদো। তবে এ বিষয়ে মার্কা কোনো সূত্রের কথা বলেনি।

AlNassr’s squad list for Esteghlal! 🗒️ pic.twitter.com/EAm5Ac1cfh

— AlNassr FC (@AlNassrFC_EN) March 2, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সেই ম্যাচে আল নাসর হেরেছে ২-১ গোলে। সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রোনালদোর দল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ পয়েন্ট তালিকার শীর্ষে। তবে রোনালদো ২০২৪-২৫ মৌসুমে দারুণ ছন্দে আছেন। ৩০ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি