আরও তিন পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকাটা আরও মজবুত করল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলরা ২-০ গোলে হারিয়েছে এভারটনকে।
গোলের জন্য ইউনাইটেডকে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট। জাদোন সানচোর পাস থেকে দলকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনি। এর ৩৫ মিনিট পর মার্কাস রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শাল। গত ডিসেম্বরের পর লিগে এটি তাঁর প্রথম গোল।
এভারটনের গোলমুখে মোট ২৯টি শট নিয়েছে এরিক টেন হাগের দল। যার মধ্যে প্রথমার্ধেই ২১ টি। এতেই হয়ে গেল এক রেকর্ড। প্রিমিয়ার লিগে ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম ৪৫ মিনিটে ইউনাইটেডের সর্বোচ্চ শট।
টানা দ্বিতীয় জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে টেন হাগের দল। আর অবনমনের শঙ্কায় এভারটন। ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৬ তম স্থানে দ্য টফিসরা।