ক্রীড়া ডেস্ক
২০২৩-২৪ মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। বিশেষ করে লা লিগায় শিরোপা ধরে রাখার লক্ষ্যে যেমন পারফরম্যান্স দরকার, সেভাবে করতে পারছে না বার্সা। এমনকি প্রতিপক্ষের দেওয়া সুযোগ কাজে লাগিয়েও পয়েন্ট টেবিলের ওপরে ওঠা হচ্ছে না বার্সার।
মেস্তায়ায় গত পরশু লা লিগায় ঘটনাবহুল ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। এখনো পর্যন্ত টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ গতকাল তাই এসেছিল বার্সার কাছে। তবে সান মিমিজে গতকাল অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে বার্সা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বিলবাও-বার্সা ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। উপরন্তু প্রথমার্ধে বার্সার দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ং ও পেদ্রি চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। ২৬ মিনিটে মাঠ ছেড়েছেন ডি ইয়ং এবং পেদ্রি ৪৫ মিনিটে মাঠ ছাড়েন। এমনকি পেদ্রি, ডি ইয়ংকে সামনের ম্যাচগুলোতে পাওয়া যাবে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। জাভি বলেন, ‘প্রথমার্ধে যে দুই ফুটবলার চোটে পড়েছে, সেটা নিঃসন্দেহে আমাদের ক্ষতি করেছে। আমরা সত্যিই খুব দুর্ভাগা। আমাদের খেলার পরিকল্পনার জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার মনে হচ্ছে তাদের বেশ কিছু ম্যাচের জন্য হারাতে যাচ্ছি।’
এই ম্যাচে বিলবাওয়ের ওপর দাপট দেখিয়ে খেলে বার্সেলোনা। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নেয় ২টি। তবে কোনোটিই কাজে লাগাতে পারেনি বার্সা। এই ম্যাচ না জেতায় দারুণ এক সুযোগ কাতালানরা হাতছাড়া করেছে বলে মনে করেন জাভি। বার্সা কোচ বলেন, ‘দল চেষ্টা করলেও খুব কমই কাজে এসেছে। আমরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারিনি ও খেলার পক্ষে সেভাবে যাইনি। আমাদের আরও বেশি বিশ্বাস থাকা দরকার। কারণ সবচেয়ে বড় সুযোগটা আমরা ফেলে এসেছি। সবটুকু দিলেও খুব কম কিছুই আমরা পেয়েছি।’
ম্যাচ জিততে না পারার হতাশা বারবার ঝরেছে জাভির কণ্ঠে। তবে নিজেদের রক্ষণভাগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বার্সা কোচ। যেখানে ৩৯ শতাংশ বল দখলে রেখে বিলবাও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ২টি শট। জাভি বলেন, ‘বলতে গেলে এটা নষ্ট হওয়া এক সুযোগ। তাতে বেশ হতাশ আমি। এমন বাজে ম্যাচও আসে মাঝেমধ্যে। একমাত্র ইতিবাচক দিক হচ্ছে আমাদের রক্ষণভাগ ভালো ছিল।’
এবারের লা লিগার পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৭ ম্যাচে ২০ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে ৬৬ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। দুই ও তিনে থাকা জিরোনা ও বার্সেলোনার পয়েন্ট ৫৯ ও ৫৮। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দলই ২৭টি করে ম্যাচ খেলেছে।