হোম > খেলা > ফুটবল

রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমে সব শিরোপা জিতবে

এল ক্ল্যাসিকোতে পরশু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ধ্রুপদি লড়াইয়ে হারলেও রিয়াল সতর্কবার্তা দিচ্ছে প্রতিপক্ষদের। 

দলটির তারকা মিডফিল্ডার টনি ক্রুস সবার আগে হুংকার ছুড়েছেন। তাঁর আশা, রিয়াল আগামী মৌসুমে সব শিরোপা জিতবে। ক্লাবের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। 

রিয়াল নতুন মৌসুমে ছয়টি শিরোপা জয়ের সুযোগ পাবে। টুর্নামেন্ট ছয়টি হচ্ছে স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ।

স্প্যানিশ পরাশক্তি ক্লাবটির সব শিরোপা জয়ের সামর্থ্য আছে—এমন দাবি করে ক্রুস বলেছেন, ‘আমরা সব শিরোপা জিততে লড়াই করব। রিয়ালের হয়ে খেললে যে কেউ সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাইবে। যদিও এটা সব সময় সম্ভব নয়। অনেক শিরোপা জয়ে ঝুঁকি রয়েছে। তবে আমাদের যারা চেনে, তারা আমাদের লক্ষ্য ভালো করেই জানে।’ 

রিয়াল মৌসুমের প্রথম শিরোপার জন্য লড়বে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ১০ আগস্ট উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে দুই দল। স্বদেশি ক্লাবকে নিয়ে ক্রুস বলেছেন, ‘আমরা প্রতিদিন উন্নতি করছি। নতুন মৌসুম সামনে রেখে কঠোর পরিশ্রম করছি। ১০ আগস্টের ম্যাচে ছন্দ দেখাতে প্রস্তুত। সেদিন প্রথম শিরোপার জন্য লড়ব। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য তৈরি হব।’

এর আগে অবশ্য রিয়াল প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছেন ক্লাব আমেরিকার বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি