ক্রীড়া ডেস্ক, ঢাকা
আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলতে না পারার হতাশাই যেন এদিন বলিভিয়ার ওপর দিয়ে ছাড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের অসাধারণ এক হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বে আরেকটি দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
নিজের দ্বিতীয় গোলের পথে একটা রেকর্ডেও নাম তোলেন মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা এখন সর্বোচ্চ ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করে এত দিন শীর্ষে ছিলেন পেলে। আর্জেন্টিনার জার্সিতে ১৫৩ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৯টি।
এদিন দর্শকের মন জয় করা ফুটবলই খেলেছে আর্জেন্টিনা। জাদুকরি ফুটবলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি নিজেই। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল। আর তাতে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের ১৪ মিনিটে দারুণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। লেয়ান্দ্রো পারেদেসের পাস ধরে বলিভিয়া ডিফেন্ডার লুইস হাকিনের বাধা এড়িয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোলপোস্ট খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক।
প্রথমার্ধে আরও গোল পেতে পারত আর্জেন্টিনা। ২৭ মিনিটের সময় লাওতারো মার্টিনেসের গোল অফসাইডে বাতিল করে দেন রেফারি। ২ মিনিট পর ১৫ গজ দূর থেকে নেওয়া মেসির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশ হতে হয় কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বলিভিয়ার ওপর আরও চাপ বাড়ায় আর্জেন্টিনা। এর ধারাবাহিকতায় ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মার্টিনেসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলতে থাকা মেসি ঢুকে পড়েন ডি-বক্সে। প্রথম শটটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ফেরার পর দ্বিতীয় শটে বলিভিয়া গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।
এই গোলেই মেসি ছাড়িয়ে যান লাতিন আমেরিকার আগের রেকর্ড গোলদাতা পেলেকে। ৮৮ মিনিটে আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে রেকর্ডটাকে আরেকটু পাকাপোক্ত করেন সাবেক এই বার্সেলোনা তারকা।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এটি পঞ্চম জয়। আট ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে ১৮ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা।