ক্রীড়া ডেস্ক
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার আগেই লামিন ইয়ামাল বলেছিলেন, লিওনেল মেসির সঙ্গে ফিনালিসিমায় খেলার স্বপ্ন দেখছেন তিনি। ইউরোয় স্পেন ও লাতিন আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর স্বপ্ন পূরণ পথে সবকিছুই পরিষ্কার ছিল। কিন্তু এর মধ্যেই অনিশ্চয়তার আলোচনা।
২০২৫ সালে হওয়ার কথা আগামী ফিনালিসিমা। ফুটবলের ব্যস্ত সূচির কারণে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচের সূচি নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে। আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, এখন পর্যন্ত ফিনালিসিমা কবে আয়োজিত হবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যস্ত সূচির কারণে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশন্স লিগের ঠাসা সূচি ফিনালিসিমার ম্যাচকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে।
লাতিন ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা হয়েছে এই পর্যন্ত তিনবার। ১৯৮৫ সালে প্রথমবার উরুগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেছিল ফ্রান্স। দ্বিতীয়বার ১৯৯৩ সালে ডেনমার্কের সঙ্গে ১-১ ড্র হওয়ার পর টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা।
মাঝে ২৯ বছর বন্ধ হয়ে যায় ফিনালিসিমা। ২০২২ সালে উয়েফা ও কনমেবলের সম্মতিতে নতুন করে চালু করা হয় দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই। সর্বশেষ ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জেতে আর্জেন্টিনা। এবার তাদের সামনে শিরোপার সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ। কিন্তু জাতীয় দল ও ক্লাবের ব্যস্ত সূচিতে ফিনালিসিমা বাতিল হওয়ার শঙ্কাও থাকছে।