ক্রীড়া ডেস্ক
বার্সা টিভির দীর্ঘ পথচলা শেষ হচ্ছে খুব শিগগিরই। চলতি বছরের মাঝামাঝি টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। তাতে প্রায় ১০০ কোটি টাকার মতো বেঁচে যাবে।
বার্সেলোনার অন্যতম জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম মুন্দো ডেপোর্তিভো বার্সা টিভির বন্ধ হওয়ার কথা জানিয়েছে গতকাল। এ বছরের ৩০ জুন বন্ধ হচ্ছে বার্সা টিভির সম্প্রচার কার্যক্রম। ১৯৯৯ সালে টেলিফোনিকার মাধ্যমেই যাত্রা শুরু হয় বার্সা টিভির। এবার সেই টেলেফোনিকার সঙ্গে বার্সেলোনা চুক্তি নবায়ন করছে না বলে থেমে যাচ্ছে টেলিভিশন চ্যানেলটির ২৪ বছরের দীর্ঘ পথচলা। আর্থিক সংকটে পড়ায় বার্সেলোনা মূলত ব্যয় কমানোর জন্যই এমনটা করছে। এক প্রতিবেদনে জানা গেছে, টিভির সঙ্গে চুক্তি না করায় বার্সেলোনার প্রায় ৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৯৩ কোটি ৫১ লাখ টাকা) বেঁচে যাচ্ছে। বার্সা টিভি বন্ধ হওয়ায় চাকরি হারাতে পারেন প্রায় ১৫০ জন।
অর্থসংক্রান্ত জটিলতার ঘটনা বার্সেলোনার জন্য অবশ্য নতুন কিছু নয়। রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ কয়েক মাস আগে প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। নেগ্রেইরার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ইউরো (প্রায় ১৬ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল।