হোম > খেলা > ফুটবল

একের পর এক সুযোগ মিস ভিনির, হতাশ ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক    

একাধিক সুযোগ মিস করেছেন ভিনি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। ছবি: এএফপি

ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।

মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার বিপক্ষে ২২ মিনিটেই গোলের সুযোগ পেয়ে যান ভিনি। তবে তাঁর ডান পায়ের শট ভেনেজুয়েলার গোলপোস্টের বাঁ পাশে আঘাত করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভিনি গোলের সম্ভাবনা জাগালেও ভেনেজুয়েলার ডিফেন্ডাররা দারুণভাবে প্রতিহত করেন। বারবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ ভিনি আলোচিত ভুলটা করলেন ৬২ মিনিটে। নিজেদের বক্সে ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো ফাউল করেন ভিনিকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) যাচাই করে দেখার পর পেনাল্টি দেওয়া হয় ব্রাজিলকে। বাঁ দিকের পোস্টে ভিনির ডান পায়ের শট রোমো প্রথমে ঠেকিয়েছেন। পরবর্তীতে ফিরতি বলে ভিনি শট নিয়েছেন পোস্টের বাইরে।

ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে হেডেও গোল করতে পারেননি ভিনি। ভেনেজুয়েলা-ব্রাজিল ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। এমন প্রতিযোগিতামূলক ফুটবলের প্রশংসা করেছেন দরিভাল। পাশাপাশি পয়েন্ট হারানোর দুঃখও কাজ করছে ব্রাজিল কোচের। ম্যাচ শেষে দরিভাল বলেন,‘খেলায় দারুণ প্রতিযোগিতা হয়েছে। দুই দলই মাঝমাঠে আধিপত্য বিস্তার করে খেলেছে। ফলটা ব্রাজিলের জন্য আরও ভালো হতে পারত। আশা করি, আমরা প্রতিদিন উন্নতি করতে পারব।’

৪৩ মিনিটে রাফিনিয়ার গোলে ম্যাচে প্রথমে এগিয়ে যায় ব্রাজিল। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ৪৯ মিনিটে সমতাসূচক গোল করেন ভেনেজুয়েলার মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া। এছাড়াও পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলই দাপট দেখিয়ে খেলেছে। ৬৭ শতাংশ বল দখলে রেখেছে দরিভালের দল। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তিনটি শট নিয়েছিল ব্রাজিল। ভেনেজুয়েলার রক্ষণদুর্গে বারংবার হানা দিলেও কোনোই কাজ হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দরিভাল ম্যাচ শেষে বলেন, ‘ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করেছি। যেটা আমাদের বৈশিষ্ট্য। পারফরম্যান্সের মূল্যায়ন করে মনে হচ্ছে, যা খেলেছি তাতে আমাদের ভাগ্য আরও ভালো হতে পারত।’

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।

আরও পড়ুন: ব্রাজিলের পর আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের চমক

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

সেকশন