হোম > খেলা > ফুটবল

পেলেও ছিলেন ব্রাজিলের ম্যাচে

ক্রীড়া ডেস্ক

কিংবদন্তি পেলের মৃত্যুর পর প্রথম ম্যাচ খেলেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে গতকাল পেলেকে স্মরণ করেছে ব্রাজিল ফুটবল দল।

পেলেকে যে ব্রাজিল দল স্মরণ করবে, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। রদ্রিগোর জার্সিতে ১০ নম্বর ও পেলের নাম লেখা একটা ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই। তাঞ্জিয়ারে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা গেছে ব্রাজিলের সেই কাজের প্রতিফলন। নতুন অধিনায়ক কাসেমিরোসহ সব খেলোয়াড়ের জার্সিতে ছিল পেলের নাম।

পেলের মৃত্যুর পর তো বটেই, বিশ্বকাপের পরও প্রথম ম্যাচ গতকাল খেলেছে ব্রাজিল। নতুন কোচ, নতুন অধিনায়কসহ একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে যাত্রা শুরু করে সেলেসাওরা। ব্রাজিলের ‘নতুন শুরুটা’ হয়েছে ভুলে যাওয়ার মতোই। মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলকে প্রথমবারের মতো হারিয়েছে আফ্রিকা মহাদেশের এই দল।

গত বছরের ২৯ ডিসেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান পেলে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর প্রথম ম্যাচ হওয়ায় ব্রাজিলের প্রত্যেক খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরের নিচে ছিল পেলের নাম। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন