Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

জয়ে শুরু বার্সার, জোড়া গোল করে উচ্ছ্বসিত লেভা 

ক্রীড়া ডেস্ক

জয়ে শুরু বার্সার, জোড়া গোল করে উচ্ছ্বসিত লেভা 

লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠে ভ্যালেন্সিয়াকে গতকাল ২-০ গোলে হারিয়েছে বার্সা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবার্ট লেভানডফস্কি।  

২০২৩-২৪ মৌসুম যখন শেষ পর্যায়ে, তখন বার্সেলোনার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন জাভি হার্নান্দেজ। কদিন পরই বার্সায় কোচিং পদে নিয়োগ দেওয়া হয় হ্যান্সি ফ্লিককে। ফ্লিকের অধীনে মৌসুম শুরুর ম্যাচটা বার্সা গত রাতে খেলেছে মেস্তায়া স্টেডিয়ামে। বার্সার দুটি গোলই করেছেন লেভানডফস্কি। লামিনে ইয়ামালের অ্যাসিস্ট থেকে লেভা করেছেন প্রথম গোল। দ্বিতীয় গোল লেভা করেছেন পেনাল্টি শুটআউটে। ম্যাচ শেষে মুভিস্টারকে বার্সার তারকা স্ট্রাইকার বলেন, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। এমন কঠিন স্টেডিয়ামে আমরা অনেক সমস্যার মোকাবিলা করেছি।’ 

পরিসংখ্যান বলছে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা করে ৬ শট। অন্যদিকে ভ্যালেন্সিয়া বল দখলে রেখেছিল ৩৫ শতাংশ। বার্সেলোনার লক্ষ্য বরাবর ভ্যালেন্সিয়া নেয় ২ শট। তবু বার্সা প্রথমে জালের দেখা পাচ্ছিল না। ৪৪ মিনিটে ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড হুগো দুরো। সেখান থেকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতাসূচক গোল করেন লেভা। ৪৯ মিনিটে করেন দ্বিতীয় গোল। ম্যাচ শেষে লেভা বলেছেন, ‘প্রথম ২০-২৫ মিনিট ভালো খেলতে পারিনি। প্রথমার্ধে তাদের বক্সের কাছাকাছি যেতে অনেক চেষ্টা করেছি। সমস্যাও হচ্ছিল। এর পর থেকেই আমরা ভালো খেলতে থাকি। তিন-চারজন তরুণ খেলোয়াড় নিয়ে আমরা সফল হয়েছি।’

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক