হোম > খেলা > ফুটবল

কোপার আগে আর্জেন্টিনা খেলবে কাদের বিপক্ষে

২০২১ সালে সবশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে এবার তারা (আর্জেন্টিনা) নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। তার আগে মার্কিন মুলুকে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা। 

আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, সূচি ও ভেন্যু গত রাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে গত রাতে নিশ্চিত করেছে। ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে। গুয়াতেমালার বিপক্ষে লিওনেল মেসিরা মাঠে নামবেন ১৪ জুন। আর্জেন্টিনা-গুয়াতেমালা ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসির কমান্ডার্স ফিল্ড স্টেডিয়ামে। 

২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ কোপা আমেরিকা শুরু করবে আর্জেন্টিনা। কোপার জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করতে হবে ১২ জুন। তার মানে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের আগেই টুর্নামেন্টের জন্য দল দিতে হবে আর্জেন্টিনার। লিওনেল স্কালোনি বলেন, ‘কোনো টুর্নামেন্টের আগে যেকোনো সফর সব সময়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেখানে মাঠে নামের আগে অনেক কিছু জানার সুযোগ পাচ্ছেন। খেলোয়াড়েরা অনেক লম্বা সময় কাটিয়ে এসেছে। যে মৌসুমে বেশিরভাগ খেলোয়াড়ই অসংখ্য ম্যাচ খেলেছে। এই দুই ম্যাচ দিয়ে টুর্নামেন্টের জন্য দল প্রস্তুত হতে পারবে।’ 

আর্জেন্টিনা-ইকুয়েডর এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৩ ম্যাচে। ১১ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ইকুয়েডর জিতেছে ৫ ম্যাচ। ড্র হয়েছে ৭ ম্যাচ। স্কালোনি বলেন, ‘ইকুয়েডর সব সময়ই কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য। দলটা ভালো। অনেক দারুণ খেলোয়াড় রয়েছে। টুর্নামেন্টের অন্যতম সেরা এক প্রতিপক্ষ। তাই এটা দারুণ এক পরীক্ষা আমাদের জন্য।’ 

কানাডার সঙ্গে কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ চিলি ও পেরু। ২৬ ও ৩০ জুন আর্জেন্টিনা খেলবে চিলি ও পেরুর বিপক্ষে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি