হোম > খেলা > ফুটবল

বড় ম্যাচের আগে বিপদে রিয়াল-সিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমের সেমিফাইনালে উঠেছে ফেবারিট ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ এপ্রিল শেষ চারের প্রথম লেগে মুখোমুখি হবে দল দুটি। বড় ম্যাচের আগে দুই দলকেই অস্বস্তিতে ফেলে দিয়েছে চোট আর নিষেধাজ্ঞা। 

মঙ্গলবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ বাধা পেরিয়ে শেষ চারের টিকিট কেটেছে ম্যানচেস্টার সিটি। গোলশূন্য ড্রয়ের দ্বিতীয় লেগের ওই ম্যাচে চোট পেয়েছেন সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ও কাইল ওয়াকার। দুজনই সেমিফাইনালের প্রথম লেগে অনিশ্চিত হয়ে পড়েছেন। 

সিটির আরেক ফুটবলার জোয়াও ক্যানসেলোর তো একাদশে থাকার কোনো সম্ভাবনাই নেই। অ্যাটলেটিকো ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর সঙ্গে ডি ব্রুইনে ও ওয়াকার যদি রিয়াল ম্যাচের আগে সেরে উঠতে না পারেন তাহলে বড় বিপদ হতে পারে সিটির। 

ঝুঁকিতে আছে রিয়াল মাদ্রিদও। তাদের সংকট লেফট-ব্যাকদের নিয়ে। একই সঙ্গে চোটে পড়েছেন ফারলান্ড মেন্ডি ও মার্সেলো। বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পান তাঁরা। সিটির বিপক্ষে প্রথম লেগ খেলার সম্ভাবনা আছে মার্সেলোর। তবে মেন্ডিকে ঘিরে জেগেছে সংশয়। 

দুজনের কেউ খেলতে পারবেন না আগামী রোববার। যেখানে স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকার তিনে থাকা সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। চোট পেয়ে বসেছে স্পেনের আরেক ক্লাব বার্সেলোনাকেও। দলটির তারকা মিডফিল্ডার পেদ্রি ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। দলটির রক্ষণ ভাগেরও কয়েকজন ভুগছেন ইনজুরিতে।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা