ক্রীড়া ডেস্ক
ডেভিড বেকহামের ইন্টার মায়ামি ক্লাব ছেড়ে দিচ্ছেন ছেলে রোমিও বেকহাম। ইন্টার মায়ামি বি দল থেকে ব্রেন্টফোর্ড বি দলে যোগ দিয়েছেন রোমিও।
ইন্টার মায়ামি থেকে ধারে ব্রেন্টফোর্ডে দলে খেলতে এসেছেন রোমিও। মৌসুমের বাকি অংশ ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন এই তরুণ ফুটবলার। নিজের উন্নতির জন্য ব্রেন্টফোর্ড বি দলের কোচ নিল ম্যাকফারলেইনের অধীনে খেলবেন রোমিও।
ব্রেন্টফোর্ড বি দলে এসে রোমাঞ্চিত বোধ করছেন রোমিও। বেকহামের ছেলে বলেন, ‘আমি খুব গর্বিত এবং খুশি এখানে আসতে পেরে। এখানে এসে বেশ রোমাঞ্চিত এবং দেখা যাক কী হয়।’
রোমিও ব্রেন্টফোর্ড বি দলে আসায় খুশি কোচ নেইল ম্যাকফারলেইন। ব্রেন্টফোর্ড বি কোচ বলেন, ‘রোমিও এখানে আসার পর থেকেই আমি খুশি। মাঠে এবং মাঠের বাইরে নিজেকে যেভাবে পরিচালনা করে এবং তার খেলার ধরন বেশ পছন্দ করি।’
সেপ্টেম্বরে ২০২২ মেজর লিগ সকার (এমএলএস) নেক্সট প্রো সিজন শেষ হওয়ার পর থেকে রোমিও ব্রেন্টফোর্ডের বি দলের সাথে প্রশিক্ষণ নিচ্ছেন। ইন্টার মায়ামি বি দলের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন রোমিও। ২ গোলের সঙ্গে ১০ গোলে অ্যাসিস্ট করেছেন।