হোম > খেলা > ফুটবল

ইব্রা-হালান্ডের এজেন্টকে ৪ মাসে দুবার মেরে ফেলেছে সংবাদমাধ্যম! 

পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ড—নামীদামি সব ফুটবলার তাঁর খদ্দের। সে কারণে বিশ্ব ফুটবলে মিনো রাইওলাকে সবাই ‘সুপার এজেন্ট’ বা ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে চেনেন। 

সেই রাইওলাকে নিয়েই আজ সন্ধ্যায় খবর রটে, তিনি মারা গেছেন! ডেইলি মেইল, দ্য সান, মার্কা, ডেইলি মিররের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমও ৫৪ বছর বয়সী রাইওলার মৃত্যুর খবর নিশ্চিত করে। 

একটু পরেই অবশ্য গুজব উড়িয়ে দেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। দলবদলের বাজারের বিশ্বস্ত নাম রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে মিলানের সান রাফায়েল হাসপাতালের চিকিৎসক আলবার্তো জানগ্রিলোর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘সাংবাদিকদের ফোন কলে আমি বিরক্ত হয়ে উঠেছি। একজন মানুষ টিকে থাকতে সংগ্রাম করছেন, আর তারা অনুমান-নির্ভর খবর দিচ্ছেন।’ 

পরে স্বয়ং রাইওলাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রটানো খবরে বিস্মিত। ৪ মাসের ব্যবধানে তারা (সংবাদমাধ্যম) আমাকে দুইবার মেরে ফেলল। অথচ আমি আবার শক্তি সঞ্চার করছি।’ 

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল