নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত কয়েক দিন ধরে এমন একটা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েও তুলে নিলেন তরফদার রুহুল আমিন। তাতে এবারের নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ইমরুল হাসান। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেল।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা চিঠিতে মনোনয়ন প্রত্যাহারের কয়েকটি কারণও তুলে ধরেন তরফদার। যদিও নিয়ম অনুযায়ী মনোনয়ন ফরম প্রত্যাহারের চিঠি নির্বাচন কমিশনের বরাবর লিখতে হয়। কিন্তু তরফদার রুহুল আমিন লেখেন বাফুফের সাধারণ সম্পাদকের বরাবর। তাতে আইনের ব্যত্যয় হবে কি না,সেটা এখনো স্পষ্ট নয়। যদিও চিঠিটি সময়ের মধ্যে নির্বাচন কমিশনের হাতেই পৌঁছায়। আর সেটি গ্রহণও করে কমিশন।
কাজী সালাহউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সভাপতি প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন তরফদার। এরপর নানা নাটকীয়তা শেষে জানান, সভাপতি নয় সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করবেন। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ ঘণ্টায় সেই পদ থেকেও নিজের নাম কেটে নিলেন তরফদার।
আজ দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। আর ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।