ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের বিরতির পরেও আর্লিং হালান্ড শো চলছে। প্রিমিয়ার লিগে আসার পরেই একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। গতকাল আরও একটি রেকর্ড গড়লেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। লিগে দ্রুততম ২০ গোলের রেকর্ড গড়েছেন তিনি।
হালান্ড রেকর্ডের রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের বড় জয়ও পেয়েছে ম্যানসিটি। রদ্রির ১ গোলের সঙ্গে জোড়া গোল করেছেন নরওয়েজীয় স্ট্রাইকার। বিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন প্যাসকেল স্ট্রুইজক।
প্রিমিয়ার লিগে ২০ গোলের দ্রুততম রেকর্ডটি করতে ১৪ ম্যাচ খেলেছেন হালান্ড। সব মিলিয়ে ইতিমধ্যে ২৫ গোল করেছেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল কেভিন ফিলিপসের। ২০ গোল করতে ২১ ম্যাচ খেলেছিলেন সান্ডারল্যান্ডের এই স্ট্রাইকার। ১৯৯৯-২০০০ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। দলকে প্রথম লিড এনে দেন রদ্রি। বিরতির পরেই গোলের দেখা পান হালান্ড। ৫১ মিনিটে জ্যাক গ্রিলিশের পাস থেকে দলের লিড দ্বিগুণ করেন তিনি।
আর দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৬৪ মিনিটে। এবারও তাঁর গোলটিতে সহায়তা করেন গ্রিলিশ। পরে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ২২ বছর বয়সী তারকা। অন্যদিকে ৭৩ মিনিটে দলের ব্যবধান কমানো গোলটি করেন ডিফেন্ডার প্যাসকেল।